• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    সাকিবের ব্যাটিংয়ে ভাষা হারিয়ে ফেলেছেন সামারাবীরা

    সাকিবের ব্যাটিংয়ে ভাষা হারিয়ে ফেলেছেন সামারাবীরা    

    প্রশ্নটা আসবে, থিলান সামারাবীরা নিশ্চয় জানতেন। মনে মনে হয়তো একটা প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু তারপরও সামনাসামনি গিয়ে ভাষাই হারিয়ে ফেললেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ। শেষ বিকেলে সাকিবের ওই ব্যাটিংয়ের ব্যাখ্যা যে তাঁর কাছেও নেই।

    দুঃস্বপ্নের একটা বিকেলে সাত বলের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। সেটি অনায়াসেই চার হতে পারত। শুরু থেকে যেভাবে সাকিব আল হাসান ব্যাট চালাতে শুরু করেছিলেন, তাতে আউট হয়ে যাওয়াটা ছিল সময়ের ব্যাপার। কিন্তু অলৌকিকভাবেই বেঁচে গেছেন সাকিব। সামারাবীরা নিজে ছিলেন স্থিতধী ব্যাটিংয়ের প্রতীক। কিন্তু এমন খামখেয়ালিপনায় তিনিও একরকম বাকরুদ্ধ। শুধু থতমত খেয়ে বলতে পারলেন, 'আমি আসলে কিছু বলতে পারছি না। সত্যি বলতে কী, আমি নিজেই বুঝতে পারছি না কী বলা উচিত।’ বোঝাই যাচ্ছিল, বাংলাদেশের ব্যাটিং কোচের কাছেও ব্যাখ্যাটা নেই।

    শুধু সাকিব নয়, তার আগে সৌম্য, ইমরুল, সাব্বিরও ভালো শুরু করে উইকেট দিয়ে এসেছেন। সামারাবীরা এ ব্যাপারে স্পষ্ট করেই বলে দিলেন, ‘ শুধু ফিফটি করে থাকলে সেটা নিয়ে খুশি থাকা তো উচিত নয়। টপ অর্ডারের অবশ্যই কারও সেঞ্চ্যুরির চিন্তা করা উচিত। গত দুই টেস্ট ম্যাচে যেটা দেখেছি, নো বলের জন্য মূল্য দিতে হয়েছে। টেস্ট ক্রিকেট মানেই বড় রান করা। বিশেষ করে এরকম ভালো পিচে। তবে এখনও পিচ ভালো আছে। আশা করি, পরের দিন কেউ বড় ইনিংস খেলতে পারবে।’

    সাকিবের আউট নিয়ে কিছু না বললেও ইমরুলের উইকেট নিয়ে একটু কড়া ভাষাতেই বলেছেন, ‘আমার আসলে কোনো ধারণা নেই। একটা বাজে শট দলকে বিপদে ফেলতে পারে। ইমরুলের আউটের কথা যদি বলি, আমি স্কিল শেখাতে পারি, কিন্তু টেস্ট ক্রিকেট খেললে আপনাকে বুঝতে হবে প্রতিপক্ষ কীভাবে ভাবে। আপনাকে আরও বেশি বুদ্ধিমান হতে হবে।’

    দিন শেষে যে অবস্থা আছে, সামারাবীরা মানলেন সেটি আরও খারাপ হতে পারত, 'আমি তো বলব, পাঁচ উইকেট নিয়ে দিন শেষ করতে পারাটাও বড় ব্যাপার। অবস্থা আরও খারাপ হতে পারত। '