• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    মোসাদ্দেকের অভিষেক মানেই রেকর্ড

    মোসাদ্দেকের অভিষেক মানেই রেকর্ড    

    ওয়ানডে অভিষেকের প্রথক বলেই পেয়েছিলেন উইকেট। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়ার সেটিই ছিল প্রথম কীর্তি । এবার টেস্ট অভিষেকেও  একটা রেকর্ড গড়লেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের হয়ে অভিষেকে আট নম্বরে নেমে সবচেয়ে বেশি রান এখন তাঁরই। সেই কীর্তিও করলেন বাংলাদেশের শততম টেস্টে।

    অবশ্য মোসাদ্দেকের এই ম্যাচে আট নম্বরে নামার কথা ছিল না। নাইটওয়াচম্যান তাইজুল কাল শেষ বিকেলে নেমে যাওয়ার পর ব্যাটিং অর্ডারে এক ধাপ পিছিয়ে যেতে হয়েছে মোসাদ্দেককে। তবে আজ যেমন ব্যাটিং করেছেন, তাতে নিজেকে আরও ওপরে নিয়ে যাওয়ার দাবিটাও যেন জানিয়ে রাখলেন। যখন ক্রিজে এসেছেন, বাংলাদেশ ২৯০ রানে হারিয়ে ফেলেছেন ৬ উইকেট। স্বীকৃত ব্যাটসম্যান বলতে তখন শুধু সাকিব।

    তবে মোসাদ্দেক প্রথম বল থেকেই বুঝিয়ে দিচ্ছিলেন, অভিষেকের স্নায়ুচাপ্টা ড্রেসিংরুমে রেখেই মাঠে নেমেছেন। শুরু থেকেই উইকেটে ছিলেন স্বচ্ছন্দ। একটু থিতু হয়েই খেলেছেন দারুণ সব শট। লাকমলকে করা কভার ড্রাইভ বা রঙ্গনা হেরাথকে ইনসাইড আউট করে মারা চার-ছয় তো অনেকদিনই মনে রাখার মতো।

    এর মধ্যেই মোসাদ্দেকের রান পেরিয়ে গেছে চল্লিশ। অভিষেকে আট নম্বরে নেমে বাংলাদেশের হয়ে এর আগে সবচেয়ে বেশি রান ছিল প্রয়াত মানজারুল ইসলাম রানার। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ৩৫ রানে অপরাজিত ছিলেন রানা। আর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে আট নম্বরে নেমে এর চেয়ে বেশি আছে শুধু পাকিস্তানের তাহির নাখুশের (১৯৮২ সালে করাচিতে)। অভিষেকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটা অষ্টম ফিফটি।

    সব মিলে অভিষেকে আট নম্বরে সর্বোচ্চ ইনিংস নিউজিল্যান্ডের জিমি নিশমের, তিন বছর আগে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১৩৭। আট নম্বরে নেমে অভষেকে সেঞ্চুরি আছে আরও ছয়টি।