• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    সাকিবের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ

    সাকিবের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ    

    স্কোর

    তৃতীয় দিন, চা বিরতি

    শ্রীলঙ্কা ৩৩৮

    বাংলাদেশ ৪২৮/৭ (সাকিব ১১৬, মোসাদ্দেক ৫৫*, মিরাজ ৫*)


    আগের দিনের আট বলের পাগলামিতে স্তম্ভিত করে দিয়েছিলেন। অন্তত দুবার জীবন পেয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামাটাই তো অলৌকিক ব্যাপার ছিল। আজও সকালে দুবার রান আউট হয়ে যেতে পারতেন সাকিব আল হাসান, ক্যাচ দিয়েছিলেন আরও দুবার। শেষ পর্যন্ত তিন অঙ্কের দেখাতেই থামলেন। শ্রীলঙ্কার সঙ্গে এটাই সাকিবের প্রথম সেঞ্চুরি, টেস্টে পঞ্চম। তৃতীয় দিনের চা বিরতির আগে বাংলাদেশের লিড হয়ে গেছে ৯০ রানের। ক্রিজে আছেন মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

    আগের দিন সাকিব আর আজকের সাকিবের মধ্যে ব্যবধান অবশ্য দুস্তর। আজ সকাল থেকেই অনেকটাই দেখেশুনে খেলেছেন, একটা সময় তো মুশফিকের স্ট্রাইকরেটও তাঁর চেয়ে অনেক বেশি ছিল। তবে মুশফিকের বিদায়ের পর হাল ধরেছেন মোসাদ্দেক হোসেনকে নিয়ে। অভিষেকে আট নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের ইনিংসটাও নতুন করে লিখেছেন। দুজনের জুটিটা ১০০ রানও হয়ে গিয়েছিল। এর পরেই এলো সেই মুহূর্ত।

    সান্দাকানের বলে সুইপ করে চার মেরেই পেয়েছেন সেঞ্চুরি। ইন অঙ্ক ছুঁয়েই মোসাদ্দেককে জড়িয়ে ধরেছেন। ড্রেসিংরুমে তখন তুমুল করতালির কোরাস। সাকিব নির্ভার হাসিতে জানান দিচ্ছিলেন, আজ আরও অনেকদূর যেতে চান। কিন্তু ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি। সান্দাকানের বলে উড়িয়ে মারতে গিয়েই ক্যাচ দিয়েছেন চান্ডিমালকে। ১১৬ রানেই থেমে গেছে তাঁর ইনিংস। চা বিরতির আগে মোসাদ্দেক ও মিরাজ আর কোনো বিপদ হতে দেননি। বাংলাদেশের রান এই দুজন এখন যথাসম্ভব বাড়িয়েই নিতে চাইবেন।