স্বপ্নের দিনে কোন পথে বাংলাদেশ?
স্কোর
তৃতীয় দিন শেষে
শ্রীলঙ্কা ৩৩৮ ও ৫৪/০
বাংলাদেশ ৪৬৭ (সাকিব ১১৬, মোসাদ্দেক ৭৫, সৌম্য ৬১, মুশফিক ৫২; হেরারথ ৪/৮২, সান্দাকান ৪/১৪০)
কয়েকটা রেকর্ড এখনই জেনে নিন। টেস্টে প্রথম ইনিংসে এ নিয়ে ১৮বার লিড নিতে পেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এর চেয়ে বেশি রানের লিড নিতে পেরেছে মাত্র তিন বার। তারপরও কলম্বো টেস্টে জয়ের স্বপ্নটা এখনই হয়তো বড় গলায় বলতে পারছে না বাংলাদেশ। শেষ বিকেলে শ্রীলঙ্কান ওপেনাররা অনায়াসেই পার করে দিয়ে আভাস দিয়েছেন, প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করতে বাংলাদেশের বোলারদের অনেক বেশি ঘাম ঝরাতে হবে।
তারপরও কলম্বো টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ অনেক দিনই মনে রাখবে। আগের দিন শেষ বিকেলের দুঃস্বপ্ন পাথরচাপা দিয়ে সকাল থেকেই দারুণ খেলেছেন সাকিব-মুশফিক। একটুর জন্য দুজনের সেঞ্চুরি জুটি হয়নি মুশফিক থেমে গেছেন ৫২ রানে। তবে সাকিব থামেননি, অন্য প্রান্তে মোসাদ্দেক হোসেনকে পেয়েছিলেন যোগ্য সঙ্গী হিসেবে। দুজন মিলে সপ্তম উইকেটে যোগ করেছেন আরও ১৩১ রান। তার আগেই সাকিব পেয়ে গেছেন নিজের পঞ্চম সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য সেটি প্রথম।
এর মধ্যে মোসাদ্দেকও আটে নেমে পেয়ে গেছেন ফিফটি। সেঞ্চুরির সুবাসও পাচ্ছিলেন। মিরাজের সঙ্গে ৩৩ রানের জুটিটা সেরকম স্বপ্নই দেখাচ্ছিল। কিন্তু মিরাজ ও মুস্তাফিজের পর পর দুই বলে আউটে ধাক্কা খায় সেই স্বপ্ন। শেষ দিকে শুভাশীষকে নিয়ে কিছু রান করার চেষ্টা করছিলেন। তবে হেরাথের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে গিয়ে আউট হয়ে যান ৭৫ রানে। বাংলাদেশ অবশ্য ততক্ষণে পেয়ে গেছে ১২৯ রানের লিড।
তবে শেষ বিকেলে সেই লিড ৭৭ রানে কমিয়ে এনেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার। শুরু থেকেই দুজন ছিলেন বেশ আগ্রাসী, বাংলাদেশের বোলারদের থিতুও হতে দেননি। আজকের দিনটা ভুলে মিরাজরা কাল সকালে সবকিছু নতুন করেই শুরু করতে চাইবেন।