• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    প্রথম সেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানছেন সাকিব

    প্রথম সেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানছেন সাকিব    

    কলম্বো টেস্ট এখন আসলে ঠিক কী অবস্থায় আছে? প্রথম ইনিংসে ১২৯ রানের লিড নিয়ে যখন বাংলাদেশ অলআউট হয়েছে, ম্যাচের পাল্লাটা নিশ্চিতভাবেই তাদের দিকে বেশি হেলে থাকার কথা। তবে শেষ বিকেলে দ্রুত সেই লিড ৭৭ রানে নিয়ে শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। সাকিব আল হাসানও মনে করছেন, ম্যাচের পাল্লা এখন দুই দিকেই সমান। চতুর্থ দিন সকালেই বোঝা যাবে, সেটা কোন দিকে হেলে যাবে।

    এখন পর্যন্ত কলম্বোর উইকেটে এমন কোনো জুজু নেই। তবে শেষ দিনে সেখানে ব্যাট করা খুব সহজ হওয়ার কথা নয়। আর গলে ব্যাটিং-বান্ধব উইকেটে শেষ দিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের হোঁচট খাওয়ার টাটকা স্মৃতি তো চোখের সামনেই আছে। সাকিব সেটা মনে রেখেই হয়তো বললেন, ‘এখন আমার মনে হয় ম্যাচে বেশ ভারসাম্য আছে। আমাদের জন্য কালকের প্রথম সেশন খুবই গুরুত্ব[ঊর্ন। কালকে আমরা দ্রুত কিছু উইকেট নিতে পারলে ম্যাচ আমাদের পক্ষে আসবে। আর ওরা যদি রান তুলে ফেলে তাহলে ম্যাচটা আমাদের মুঠো গলে বেরিয়ে যেতে পারে। সবকিছুই নির্ভর করছে কালকের সকালের ওপর।’

    প্রথম দিন শুরুতে বেশ কয়েকটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। কালও সেটি হবে কি না, সময়ই বলে দেবে।