শ্রীলংকা দলে অনেক পরিবর্তন
আগের সিরিজেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবলধোলাই হতে হয়েছিল। এবার ঘরের মাটিতে বাংলাদেশের সাথে সিরিজে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে শ্রীলংকার ওয়ানডে দলে। দলে ফিরেছেন কুশাল পেরেরা, থিসারা পেরেরা ও দানুস্কা গুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথুসের অনপুস্থিতিতে এবারো দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উপুল থারাঙ্গা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কিছুদিন আগেই শেষ হওয়া সিরিজটা একেবারেই ভালো কাটেনি লংকানদের। ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্সদের কাছে অসহায় আত্মসমর্পণই করতে হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ভালো কিছুর আশাতেই হয়তো দলে এই পরিবর্তন।
লংকানদের বোলিংয়ে নেতৃত্ব দেবেন সুরাঙ্গা লাকমল। তাঁর সাথে থাকছেন লাহিরু কুমারা ও ভিকুম সঞ্জয়। ইনজুরির কারণে এই সিরিজেও ফিরতে পারছেন না লাসিথ মালিঙ্গা, বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ বোলার নুয়ান কুলাসেকরা। ১৫ জনের দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন লাকসান সান্দাকান।
ডাম্বুলায় আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
শ্রীলংকা দল-
উপুল থারাঙ্গা( অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, কুশাল পেরেরা, দানুস্কা গুনারত্নে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়, থিসারা পেরেরা, সাচিথ পাথিরানা, সিকুগে প্রশন্ন, লাকসা সানদাকান।