• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    উল্টো শ্রীলঙ্কাই এখন এগিয়ে

    উল্টো শ্রীলঙ্কাই এখন এগিয়ে    

    স্কোর

    চতুর্থ দিন, প্রথম সেশন শেষে

    শ্রীলঙ্কা ৩৩৮ ও ৪৩ ওভারে ১৩৭/১ (করুনারত্নে ৬৭, মিরাজ ১/৫৩)

    বাংলাদেশ ৪৬৭


    আগের দিনই সাকিব আল হাসান বলে গিয়েছিলেন, প্রথম দেশনেই বোঝা যাবে ম্যাচের পাল্লা কোনদিকে হেলে আছে। সেই হিসেবে ম্যাচ একটু একটু করে বাংলাদেশের কাছ থেকে দূরেই সরে যাচ্ছে। চতুর্থ দিনে এর মধ্যেই ৮ রানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা, হাতে আছে আরও ৯ উইকেট। পরের দুই সেশনে বাংলাদেশের বোলারদের জন্য লম্বা দিনই অপেক্ষা করছে।

    অথচ সকালের সেশনের শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল বাংলাদেশের। দিনের দ্বিতীয় ওভারেই থারাঙ্গাকে আউট করে বাংলাদেশকে প্রথম উদযাপনের সুযোগ এনে দিয়েছেন মিরাজ। বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেছেন থারাঙ্গা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাফল্য মরীচিকার মতো মিলিয়ে গেছে দিগন্তে।

    তবে বাংলাদেশ যে একদমই সুযোগ পায়নি তা নয়। দুই বার ‘হাফ চান্স’ দিয়েছিলেন কুশল মেন্ডিস ও করুনারত্নে। কিন্তু শর্ট লেগ ও সিলি পয়েন্টে কঠিন দুই ক্যাচ হাতে নিতে পারেননি। আরেকবার তামিম সরাসরি থ্রো লাগাতে পারলে আউট হয়ে যেতে পারতেন মেন্ডিস। কিন্তু সেবারও অল্পের জন্য বেঁচে যান।

    এর মধ্যেই করুনারত্নে পেয়ে গেছেন ফিফটিও। ওদিকে মেন্ডিসও নিজের আগ্রাসী ধরনে রান তুলতে শুরু করে দিয়েছেন। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিও হয়ে গেছে ৫৭ রানের। কলম্বোর উইকেট বলছে, বাংলাদেশের বোলারদের উইকেট পেতে হলে এখনও অনেক বেশি ঘাম ঝরাতে হবে।