১৬০ রানের মধ্যে শ্রীলঙ্কার লিড আটকাতে চায় বাংলাদেশ
শেষ বিকেলটা আরও স্মরণীয় করে রাখতে পারত বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে সুরঙ্গা লাকমল ও দিলরুয়ান পেরেরার অবিচ্ছিন্ন ৩০ রানের জুটি হতাশ করেছে বাংলাদেশকে। তবে মোসাদ্দেক হোসেন মনে করছেন, বাকি দুইজনকে দ্রুত অলআউট করতে পারলে অন্যরকম কিছু হলেও পারে।
গল টেস্টে দ্বিতীয় ইনিংসের এর চেয়েও বেশি রান করে জেতার রেকর্ড আছে পাঁচবার। চতুর্থ দিনের উইকেট বলছে, 'এখনও ব্যাটসম্যানদের জন্য রান করাটা খুব কঠিন নয়। মোসাদ্দেকও সেটাই বললেন, উইকেট যে খুব খারাপ হয়ে গেছে সেটাও বলে যাবে না, আবার খুব ভালো যে তাও না। তবে সবচেয়ে বড় ব্যাপার, এখন যারা আছে তারা জেনুইন ব্যাটসম্যান না। ভালো জায়গায় বল করলে তাদের অলআউট করা যাবে।'
কিন্তু লাকমল ও পেরেরা যেভাবে ব্যাট করছেন, তাদের আউট করতে বাংলাদেশের বোলাররা বেগ পাচ্ছেন , সেটা মনে হতেই পারে। তবে মোসাদ্দেক ব্যাপারটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন,' আজকের দিনের পর সারা রাত পার হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু করাটা একতু অন্যরকম ব্যাপার। রান খুব বেশি নয় হয়নি, ১৩৫-১৪০ এর মতো লিড হয়েছে। ১৬০ এর মধ্যে অলআউট করতে পারলে সেটা আশা করি আমাদের জন্য খুব কঠিন হবে না। '
মোসাদ্দেকের কথা যেন সত্যি হয়, বাংলাদেশ সেই অপেক্ষাতেই আছে।