বাংলাদেশকে পথ দেখাচ্ছেন তামিম- সাব্বির
সকাল থেকেই বাংলাদেশকে হতাশ করে যাচ্ছিলেন দুই টেল এন্ডার সুরঙ্গা লাকমল ও দিলরুয়ান পেরেরা। ভাগ্যের ছোঁয়া পেয়ে দুজন নবম উইকেটে ৮০ রানও যোগ করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত ৩১৯ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৯১ রান, সেটি করতে হবে ৭৬ ওভারে।
আগের দিন বাংলাদেশের শেষ বিকেলটা কেটেছিল হতাশায়। আজও সকাল থেকে বাংলাদেশকে নিরাশ করে গেছেন লাকমল ও পেরেরা। দুজন শুরু থেকেই রানের চাকা সচল রেখেছিলেন। ভাগ্যের ছোঁয়া পেয়েছেন লাকমল, মুস্তাফিজের বলে তিন বার ক্যাচ দিতে দিতেও বেঁচে গেছেন। একবার রিভিউ নিয়েও আউট করতে পারেনি বাংলাদেশ।
শেষ পর্যন্ত সেই আউটটা হলো একটু ভাগ্যের ছোঁয়া নিয়েই। মিরাজের বলটা মিসফিল্ডিংই করেছিলেন শুভাগত। রানের জন্য দৌড়াতে একটু দেরিই করেছিলেন পেরেরা। কিন্তু শুভাগতর থ্রো ধরে মিরাজ তখন ভেঙে দিয়েছে স্টাম্প। এক ওভার পরে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন লাকমল। তার আগে পেরেরার ফিফটি হয়ে গেছে, লাকমলও পেয়ে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান।
লাঞ্চ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে বাংলাদেশ। জেতার জন্য এখনও দরকার ১৫৩ রান। ক্রিজে আছেন তামিম ও সাব্বির