• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    তামিম-সাকিবের দেখানো পথে ভরসা সাকিব-মুশফিক

    তামিম-সাকিবের দেখানো পথে ভরসা সাকিব-মুশফিক    

    স্কোর

    চা বিরতি, পঞ্চমদিন

    বাংলাদেশ ৪৬৫ ও ১৫২/৪ (তামিম ৮২, সাব্বির ৪১, সাকিব ১২*, মুশফিক ৪*; পেরেরা ২/৪৫ হেরাথ ২/৫৯)

    শ্রীলঙ্কা ৩৩৮ ও ৩১৯
     


    চতুর্থ দিন, উইকেটে একটু একটু করে স্পিন ধরতে শুরু করেছে। ওদিকে আছেন রঙ্গনা হেরাথের মতো বোলার, চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট যাঁর। দুই বছর আগে ৭ উইকেট নিয়ে একাই ভারতকে ১৭৬ রানের লক্ষ্যের আগে গুটিয়ে দিয়েছিলেন। আবারও হুমকি দিচ্ছিলেন কিছু একটা করার। তবে তামিম ইকবাল ও সাব্বির রহমান সেটা হতে দেননি। দুজনের ১০৯ রানের জুটি বাংলাদেশকে দেখাচ্ছে অসাধারণ এক জয়ের স্বপ্ন। ৮২ রানে তামিম আউট না হলে জয়ের স্বপ্নটা আরও বেশি উজ্জ্বলই থাকত সেই স্বপ্ন। চা বিরতি পর্যন্ত আরও ৩৫ রান দরকার ছিল বাংলাদেশের, ক্রিজে আছেন সাকিব ও মুশফিক।  

    পি সারা ওভালে চতুর্থ ইনিংসে ব্যাট করে ৩৫২ রানের জেতার রেকর্ডও আছে। তবে বাংলাদেশ শুরুতেই খীয়ছে হোঁচট, হেরাথের বল তাড়া করে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন সৌম্য। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট ইমরুল কায়েস, ২২ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ আরেকটি বিপর্যয়ের মুখে।

    সেখান থেকে দলকে পথ দেখিয়েছেন তামিম ও সাব্বির। শুরুতে দুজনই একটু সতর্ক ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে খোলস থেকে বেরিয়েছেন। পা কাজে লাগিয়ে তামিম স্পিনারদের ওপর চড়াও হচ্ছিলেন, সান্দাকানকে একটি ছয়ও মেরেছেন উড়িয়ে। কিন্তু পেরেরাকে উড়িয়ে মারতে গিয়েই ক্যাচ দিয়েছেন । এরপর সাব্বিরও বেশিক্ষণ থাকেননি, ৪১ রান এলবিডব্লু হয়ে গেছেন সেই পেরেরার বলেই।