তৃতীয় টেস্ট চেয়েছিলেন সাঙ্গাকারা!
শততম ম্যাচে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক এক জয়। মুশফিক-সাকিবদের ইতিহাস গড়ার দিনে প্রশংসায় ভাসছে পুরো দল। শ্বাসরুদ্ধকর এক সমাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অভিনন্দন জানানোর হিড়িক পড়েছে। বাদ যাননি সাবেক ক্রিকেটাররাও। সাবেক শ্রীলংকান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা অবশ্য অভিনন্দন জানানোর পাশাপাশি বলেছেন, সিরিজে আরও একটি টেস্ট থাকলে মন্দ হতো না! বাংলাদেশ বোলিং কোচ কোর্টনি ওয়ালশও কিন্তু এরকমটাই চেয়েছেন!
কলোম্বোর ম্যাচে জয়ের সাথে সাথেই বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাঙ্গাকারা, “নিজেদের শততম টেস্টে বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। তাঁদেরকে প্রাণঢালা অভিনন্দন। আশা করি শ্রীলংকাও ঘুরে দাঁড়াবে।” একই সাথে সিরিজ নির্ধারণী টেস্ট না থাকায় খানিকটা হতাশ তিনি, “সিরিজে আরেকটি টেস্ট থাকলে দারুণ হতো। তৃতীয় টেস্ট না থাকায় হতাশ। আশা করি দুই বোর্ড ব্যাপারটা ভেবে দেখবে।”
It would have been ideal if there was a third test. Disappointing there won't be a decider. Something to ponder @OfficialSLC @BCBtigers
— Kumar Sangakkara (@KumarSanga2) March 19, 2017
সাঙ্গাকারার এই টুইটের জবাবে ওয়ালস মজা করে বলেছেন, তিনিও এরকমটাই চান, “আমিও সাঙ্গাকারার সাথে একমত। আরেকটা টেস্ট থাকলে ভালোই হতো!”
এদিকে দারুণভাবে সিরিজে ঘুরে দাঁড়ানোয় মুশফিকদের অভিনন্দন জানিয়েছেন আরেক সাবেক শ্রীলংকান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেও, “ প্রথম টেস্টের পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশ। তবে শ্রীলংকা যেভাবে লড়াই করেছে তাতে আমি গর্বিত।” এছাড়াও বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ডিন জোনস,রাসেল আরনল্ডও।