তামিমের আউট মনে রাখছেন না হাথুরু
লেগ স্ট্যাম্পে দিলরুয়ান পেরেরার ঝুলিয়ে দেয়া বলটা মিডউইকেটে ঠেলে দিলেন তামিম। রানের জন্য দৌড়লেনও, কিন্তু ওপ্রান্তে সাব্বির প্রস্তুত ছিলেন না দেখে ফিরে আসতে হল। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে হাথুরুসিংহে বিরক্তি চেপে কিছু একটা ইশারা করলেন, “একটু মাথা খাটায়ে খেল না!”
তামিম কী বুঝলেন কে জানে, লেগ স্ট্যাম্পেই আবার পেরেরার ঝুলিয়ে দেয়া বল ডাউন দ্য উইকেটে গিয়ে বাতাসে ভাসালেন, ডিপ মিড-অনে অনেকটা দৌড়ে গিয়ে দারুণ এক ক্যাচ নিলেন চান্দিমাল। হাথুরুসিংহে এবার আর বিরক্তি গোপন করার কোনো চেষ্টা করলেন না। তবে শততম টেস্টটা জিতে যাওয়ার পর বাংলাদেশের কোচ বলছেন, ওই আউটের জন্য তামিমের ওপর রাগ ধরে রাখছেন না তিনি।
ম্যাচ শেষে মুশফিকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন কোচ, “ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, এই জয়টা ওঁদের প্রাপ্য ছিল। আমি তাঁদের নিয়ে ভীষণ খুশী।”
তামিমের আউটটাও আর আলাদা করে মনে রাখছেন না তিনি, “তামিম সব ফরম্যাটেই এক বছর ধরে দারুণ খেলছে। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে নিজের কাজটা সে ঠিকই করছে উইকেটে গিয়ে। ওঁর আজকের আউটটা আর বেশি কিছু ভাবছি না।