• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    রিভিউ নিতে দ্বিধার কারণ বললেন মুশফিক

    রিভিউ নিতে দ্বিধার কারণ বললেন মুশফিক    

    বাংলাদেশের ইনিংসে ৫৩তম ওভারের খেলা চলছে। পেরেরার ডেলিভারিটা অফস্ট্যাম্পের বাইরে পড়ে লাফিয়ে উঠে মুশফিকের পায়ে লাগলো। খোলা চোখে সেটা বিপদের কারণ বলে মনে হচ্ছিল না, কিন্তু এলবিডব্লুর জন্য শ্রীলংকার জোরালো আবেদনে সাড়া দিয়ে দিলেন আম্পায়ার সুন্দরম রাভি। টিভি পর্দার সামনে বসে রিভিউ নেয়াটা ‘আবশ্যক’ মনে হলেও মুশফিক যেন কিছুটা দোটানায় ভুগছিলেন। মুখে স্পষ্ট দ্বিধার ছাপ রেখেই রিভিউ নিলেন। ডিআরএস ব্যবহারে দেখা গেলো বলটা অনায়াসেই অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যেত।

     

    ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ওই দ্বিধার কারণ ব্যাখ্যা করছিলেন বাংলাদেশের অধিনায়ক, “আসলে আমি একটু শকডই হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল সেটা স্ট্যাম্প মিস করবে, কিন্তু ডিআরএস নিতে ভয় পাচ্ছিলাম এই ভেবে যে (সেটা নষ্ট হলে) এরপর আরও ব্যাটসম্যান ছিল, তাঁদের আবার লাগতো কিনা। আর আমিও কনফিউজড ছিলাম যে ওটা স্ট্যাম্প মিস করতো কিনা যেহেতু মাঠের আম্পায়ার আউট দিয়ে ফেলেছিলেন। সবমিলিয়ে একটু টেনশনে ছিলাম।”

     

    শেষ পর্যন্ত ২২ রানে অপরাজিত থেকেই শততম টেস্টে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন মুশফিক।