• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেড ছাড়ছেন শোয়েনস্টাইগার

    ইউনাইটেড ছাড়ছেন শোয়েনস্টাইগার    

    দুই বছর আগে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। হোসে মরিনহোর দায়িত্ব নেওয়ার পর দলে একরকম ব্রাত্যই ছিলেন জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়েনস্টাইগার। শেষ পর্যন্ত ইউনাইটেড ছাড়ার ঘোষণা এসেছে। মেজর লিগ সকারের শিকাগো ফায়ার ক্লাবে  যোগ দিচ্ছেন তিনি।

     

    সব মিলিয়ে ইউনাইটেডের জার্সি গায়ে শোয়েনস্টাইগারকে দেখা গেছে ৩৫  ম্যাচে। এই মৌসুমে সেটার সংখ্যা মাত্র ৪, তাও সেগুলোর মাঝে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই! ২৯ জানুয়ারি এফএ কাপের ম্যাচে উইগানের বিপক্ষে গোল করার পর লিগ কাপের একটি ম্যাচেই বদলি হিসেবে নেমেছেন। বাকি সময়টা বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। তাই হয়তো খানিকটা হতাশা নিয়েই ইংল্যান্ড ছাড়ছেন, “ক্যারিয়ারজুড়ে আমি সবসময় চেয়েছি কিছু করে দেখাতে, দলের হয়ে ইতিবাচক ভূমিকা রাখতে। শিকাগো ফায়ারের সাথে চুক্তিটাও এই কারণেই করা। নতুন ক্লাবের ভবিষ্যৎ লক্ষ্যের কথা শুনেছি, আশা করি তাঁদের হয়ে ভালো কিছু করব।”

     

     

    এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাবটির জেনারেল ম্যানেজার নেলসন রড্রিগেজও শোয়েনস্টাইগারকে দলে ভেড়াতে পেরে দারুণ খুশি, “তিনি অনেক উঁচু মাপের ফুটবলার। অনেক বছর ধরেই বিশ্বের বড় লিগগুলোতে খেলেছেন, অনেক অভিজ্ঞতাও আছে। তাঁর ক্লাবে যোগ দেওয়া আমাদের জন্য দারুণ একটা ব্যাপার। আমাদের খেলার মান তাতে অন্য পর্যায়ে চলে যাবে।”