• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    আবারো শীর্ষে সাকিব

    আবারো শীর্ষে সাকিব    

    র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে ‘মিউজিক্যাল চেয়ার’ গত কয়েক সপ্তাহ ধরেই চলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টের পর সাকিবের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন অশ্বিন। বেঙ্গালুরু টেস্টের পর আবারো হারানো স্থান পুনরুদ্ধার করেন। তবে কলম্বোতে নিজেদের শততম টেস্টের জয়ে পর আবারো অশ্বিনকে পেছনে ফেলেছেন সাকিব, উঠে গেছেন অলরাউন্ডারদের তালিকার শীর্ষে। কলম্বো টেস্টে জয়ের পর র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠে এসেছেন মুশফিক, তামিমসহ বাংলাদেশের আরও বেশ কয়েকজন। 

     

    সিরিজের ২য় ম্যাচে লংকানদের বিপক্ষে বল হাতে নিয়েছেন ৬ উইকেট, করেছেন ১৩১ রান। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। পুরো সিরিজে দুর্দান্ত পারফর্ম করা সাকিব হয়েছে সিরিজ সেরাও। এই জয়ের একদিন পরেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন। ৪৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। ৪০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন অশ্বিন।

     

     ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ এগিয়ে ২১ তম অবস্থানে আছেন সাকিব। ১৭ ধাপ এগিয়ে ২৮ তম স্থানে আছেন মুশফিকুর রহিম। সাত ধাপ এগিয়ে ২৪ তম অবস্থানে আছেন তামিম ইকবাল। অন্যদিকে বোলারদের তালিকায় ২০ ধাপ এগিয়ে ৪৭ তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান।