হারের ময়নাতদন্তে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের বৈঠক
বাংলাদেশের কাছে টেস্ট হারটা মেনে নিতে শ্রীলঙ্কানদের যে যথেষ্টই বেগ পেতে হচ্ছে, সেটা স্পষ্ট দেশটির খবরের কাগজগুলোতেই। বাংলাদেশের কাছে হারের দিন শ্রীলঙ্কার ক্রিকেট মরে গেছে- এমন কার্টুনও ছেপেছে স্থানীয় একটি দৈনিক। ‘অপ্রত্যাশিত’ এ পরাজয়ের পর তাই নাড়া পড়ে গেছে লংকান ক্রিকেটের ওপরমহলে। নীতি-নির্ধারকদের নিয়ে জরুরী বৈঠক ডেকেছেন দেশটির ক্রিকেট বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা।
হারের ময়নাতদন্তে বোর্ড সভাপতির ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া, অধিনায়ক রঙ্গনা হেরাথ, কোচ গ্রাহাম ফোর্ড ও ক্রিকেট ম্যানেজার অশোকা গুরুসিনহা। অতিরিক্ত আত্মপ্রসাদ নাকি যথাযথ পরিকল্পনার অভাব- কোনটা ছিল হারের নেপথ্যে, জানতে চাওয়া হবে দায়িত্বশীলদের কাছে। এমন পরাজয়ের পরও দলের তরুণ সদস্যদের মধ্যে তেমন ভাবান্তর দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। দু’ ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ উইকেটকিপার ব্যাটসম্যান ডিকওয়ালা ম্যাচ শেষে হাসিমুখে গ্যালারির দিকে হাত নাড়ার ঘটনা নিয়েও হচ্ছে সমালোচনা।
চতুর্থ দিনে স্বাগতিকদের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে জোরেশোরে। ক্যাচ মিসের মহড়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছে দলটির ফিল্ডিংয়ের মানও। অনুশীলনে খেলোয়াড়রা ফুটবল খেলাতেই বেশি মনযোগী থাকেন- উঠেছে এমন অভিযোগও।
মাঠের খেলার ভুলত্রুটির বাইরে নতুন করে প্রশ্ন উঠছে দেশটির ক্রিকেট প্রশাসনের দুর্নীতি আর অনিয়ম নিয়ে। দারুণ কার্যকর হিসেবে ইতিপূর্বে প্রমাণ দেয়া প্রাদেশিক ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দিয়ে ক্লাব ক্রিকেটে জোর দেয়ার আড়ালে বোর্ড সভাপতির ভোটের রাজনীতিই মুখ্য- বলা হচ্ছে এমন কথাও। দীর্ঘদিন চাপানউতোরে চলা বিষয়গুলো বাংলাদেশের কাছে অনাকাঙ্ক্ষিত পরাজয়ের পরই আলোচনায় আসতে শুরু করেছে জোরালোভাবে।