ধবলধোলাই করলে শ্রীলঙ্কাকে টপকে যাবে বাংলাদেশ
টেস্ট সিরিজে ড্র করার সুখস্মৃতিটা এখনো টাটকা। প্রেরণা আছে ওয়ানডে সিরিজেও, এখনও শ্রীলঙ্কার সঙ্গে কোনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। তবে আরেকটা বড় অনুপ্রেরণা হতে পারে- এই সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়েও শ্রীলঙ্কাকে প্রায় ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।
এই মুহূর্তে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে ছয়ে। ৯১ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। এই সিরিজে সম্ভাব্য ফলের ওপর নির্ভর করে কয়েকটি পরিস্থিতি হতে পারে
- শ্রীলঙ্কা ৩-০ বাংলাদেশ (শ্রীলঙ্কা ১০০, বাংলাদেশ ৮৮)
- শ্রীলঙ্কা ২-১ বাংলাদেশ (শ্রীলঙ্কা ৯৯, বাংলাদেশ ৯১)
- বাংলাদেশ ৩-০ শ্রীলঙ্কা (বাংলাদেশ ৯৬, শ্রীলঙ্কা ৯৬)
- বাংলাদেশ ২-১ শ্রীলঙ্কা (বাংলাদেশ ৯৩, শ্রীলঙ্কা ৯৭)
বাংলাদেশ শ্রীলঙ্কাকে ধবলধোলাই করতে পারলে দুই দলেরই পয়েন্ট থাকবে সমান। তবে দশমিকের ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় শ্রীলঙ্কাকে টপকে উঠে আসবে ছয়ে।তবে বাংলাদেশ হোঁচট খেলে লাভ হবে আট ও নয় নম্বরে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ ধবলধোলাই হলে পাকিস্তানের পেছনে পড়ে গিয়ে চলে যেতে পারে আটে। এই মুহূর্তে পাকিস্তানের পয়েন্ট ৮৯, ওয়েস্ট ইন্ডিজের ৮৪। এই দুইটি দেশই নিজেদের মধ্যে আবার টি-টোয়েন্টি খেলছে। তার মধ্যে অবশ্য আলাদা করে চোখ থাকবে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের ওপর। কদিন পরেই তারা আবার মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সেটার ওপরও নির্ভর করছে অনেক কিছু।
২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শীর্ষ আটে থাকতে হবে। সেই হিসেবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দেশের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। আগামী ২৫ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।