• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    ওয়ানডে সিরিজেই ঘুরে দাঁড়ানোর আশা থারাঙ্গার

    ওয়ানডে সিরিজেই ঘুরে দাঁড়ানোর আশা থারাঙ্গার    

    শেষ টেস্টের হতাশাজনক পরাজয়ের ফলে সিরিজ জেতা হয়নি। এই পরাজয়ের পর শ্রীলংকান ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে নানা প্রশ্নও উঠেছে। বাংলাদেশের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে লংকান অধিনায়ক উপুল থারাঙ্গা জানিয়েছেন, সিরিজ জয়ের মাধ্যমেই ঘুরে দাঁড়াবে তাঁর দল।

     

    দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ৫ ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়ে ফিরতে হয়েছিল। থারাঙ্গা এবারের সিরিজে এরকমটা হতে দিতে চান না, “টেস্ট ম্যাচ হেরে আমরা খুবই হতাশ। তবে নতুন সিরিজ শুরু হচ্ছে। আগের হতাশা পেছনে ফেলে আমরা সামনের দিকে তাকাতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরেছিলাম। বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ।”

     

     

    টেস্ট সিরিজে, বিশেষ করে কলম্বোতে লংকানদের ফিল্ডিং ছিল সাদামাটা। থারাঙ্গা মনে করেন, ওয়ানডে সিরিজে ভালো করার জন্য ফিল্ডিংয়ে উন্নতির বিকল্প নেই, “আমরা টেস্ট সিরিজে একেবারেই ভালো করিনি। অনুশীলনের সময় সমস্যা না হলেও মাঠে গিয়ে মনঃসংযোগ ধরে রাখতে পারিনি। ফিল্ডিংয়ে উন্নতি করতে না পারলে ওয়ানডে ম্যাচ জেতা কষ্টকর। আমাদের যেভাবেই হোক এই ক্ষেত্রে উন্নতি করতেই হবে।”

     

    এই সিরিজে ধবলধোলাই হলে র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে নেমে যাবে শ্রীলংকা। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের রাস্তা খানিকটা কঠিনই হয়ে যাবে তাঁদের জন্য। মাঠে নামার আগে এই ব্যাপারটাও মাথায় রাখছেন থারাঙ্গা, “আমরা তিন ফরম্যাটেই র‍্যাঙ্কিংয়ের অনেক নীচে আছি। দুই বছর আগেও আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটা শেষ সিরিজ। আর বিশ্বকাপের বাছাইয়ের জন্য প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আশা করি আমরা ভালো খেলে এগিয়ে যেতে পারব।”

    আজ দুপুর ৩ টায় ডাম্বুলায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।