প্রয়োজনে দলে পরিবর্তন আনবে বাংলাদেশ
৯০ রানের বড় ব্যবধানের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অনেকেই সে ম্যাচের দলটিকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সেরা ওয়ানডে একাদশ বলেও রায় দিচ্ছেন। তবে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন, উইকেট আর কন্ডিশন বিবেচনায় দ্বিতীয় ওয়ানডের দলে আসতে পারে পরিবর্তন।
ডাম্বুলায় কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয় পাওয়ায় ‘উইনিং কম্বিনেশন’ না ভেঙে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামাটাই হয়তো প্রত্যাশিত। তবে মাশরাফি বলছেন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ উইকেটের কন্ডিশনই, “গত দুই বছরে উইনিং কম্বিনেশন নিয়ে আমরা কখনও ভাবি নি। প্রয়োজনে কম্বিনেশন ভেঙেছি। তাই আগের ম্যাচের দল নিয়েই আমরা নামব কিনা সেটা বলতে পারছি না। কারণ উইকেটের কন্ডিশন কাল একইরকম নাও থাকতে পারে। আমরা সেটাকেই গুরুত্ব দিয়ে এসেছি সবসময়, উইনিং কম্বিনেশন নয়।”
ন্যাড়া উইকেটে প্রথম ওয়ানডে হলেও দ্বিতীয় ওয়ানডের উইকেটে ঘাসের উপস্থিতি পেস সহায়ক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। শ্রীলংকাও নতুন করে দলে ডেকেছে দুই পেসারকে। তবে পেসাররা এই উইকেটে কতোটা সুবিধে পাবেন সে ব্যাপারে নিশ্চিত নন বাংলাদেশের অধিনায়ক, “উইকেটের ঘাস পেসারদের কতটা সহায়তা করবে বলা কঠিন। তবে উপমহাদেশে ঘাস থাকলে ওরকমই ঘাস রাখতে হয়। আর এটা পরিষ্কার বোঝাও যাচ্ছে। ওরা দুজন নতুন পেসার নিয়েছে। এক্ষেত্রে উইকেটে ঘাস থাকতেই পারে।”
মাশরাফি অবশ্য মনে করছেন এই উইকেটও ব্যাটিংবান্ধবই হবে, “এখনও আমার মনে হচ্ছে, ভালো ব্যাটিং উইকেট হবে। কাল বোঝা যাবে, ঘাস কোন অবস্থায় আছে, উইকেট কি অবস্থায় আছে, পানি কতটুকু দিয়েছে। এগুলো আসলে ম্যাচের দিন নিখুঁতভাবে বোঝা যাবে।”