• " />

     

    ক্লাবের হয়ে বিশ্বকাপ জেতার আহবান শোয়েনস্টেইগারকে!

    ক্লাবের হয়ে বিশ্বকাপ জেতার আহবান শোয়েনস্টেইগারকে!    

    কিছুদিন আগেই ইউনাইটেড ছেড়েছেন। যুক্তরাষ্ট্রের পাড়ি জমানো জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার হয়তো কল্পনাও করেননি প্রথম সংবাদ সম্মেলনে তাঁর জন্য কী অপেক্ষা করছে। মেজর লিগ সকারের শিকাগো ফায়ারে যোগ দেওয়া পর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি ক্লাবকে বিশ্বকাপ জেতাতে পারবেন কিনা!

    ভুল শোনেননি। সত্যি সত্যিই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শোয়েনস্টেইগারকে। গতকাল নিজের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন। ক্লাবের হয়ে ভবিষ্যতে কী কী অর্জন করতেন চান সেই বিষয়েই কথা বলতে এসেছিলেন শোয়েনি। কিন্তু প্রথম প্রশ্নটা ছিল এরকম, “আপনি কী মনে করেন আপনার দলে যোগ দেওয়ার পর এই ক্লাবের জন্য বিশ্বকাপে যাওয়ার রাস্তা সুগম হলো?”

     

     

    ওই সাংবাদিকের প্রশ্ন শুনে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছিলেন শোয়েনস্টেইগার। এদিক ওদিক তাকিয়ে ইতস্তত বোধও করছিলেন। উপস্থিত অন্য সাংবাদিকরাও কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। শেষমেশ উত্তর না পেয়ে আবারো একই প্রশ্ন করেন ওই সাংবাদিক, “আমি আবারো প্রশ্নটা করছি। আপনি কি মনে করেন শিকাগো ফায়ার সত্যিই বিশ্বকাপ জিততে পারবে?”

    এবার শোয়েনস্টেইগার কিছু বলার আগেই তাঁকে এই বিব্রতকর অবস্থা থেকে ‘রক্ষা’ করতে এগিয়ে এলেন ক্লাবের এক কর্মকর্তা। তিনি সাংবাদিককে বলেন, “আসলে আমরা একটা ক্লাব। আর ক্লাব কখনো বিশ্বকাপে খেলতে পারে না! আমরা মেজর লিগ সকারের শিরোপার জন্যই খেলবো।” এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাসির রোল পড়ে গিয়েছে। অনেকে আবার বলছেন, সাংবাদিকের এরকম মন্তব্য মানুষকে এই ইঙ্গিত দেবে যে, আমেরিকানরা ফুটবল বোঝে না!