• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    সিরিজ না হারার ব্যাপারটা বড় করে দেখছেন হাথুরু

    সিরিজ না হারার ব্যাপারটা বড় করে দেখছেন হাথুরু    

    দেশের মাটিতে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে একটা ম্যাচও জেতেনি- গত ৩১ বছরে মাত্র দুইবার এমন হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে প্রথমবারের মতো সিরিজ জিততে গেলে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করতে হবে। তবে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে আশাবাদী, শেষ ম্যাচে জয়ের ধারা রাখতে পারবে দল।

    প্রথম ওয়ানডেতে ৯০ রানের দাপুটে জয়ের পর ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার সামনে শুধুই সমতা ফেরানোর সুযোগ, আর বাংলাদেশ হারলেও সিরিজ অন্তত খোয়াবে না। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে আশাবাদী, শেষ ম্যাচেও বাংলাদেশ জিতবে, ‘নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমার মনে হয় আমরা ভালোই করব। আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি, এখান থেকে সিরিজ হারার সুযোগ নেই। এই ব্যাপারটা আমাদের এগিয়ে রাখবে।’

    হাথুরুসিংহে বলছেন, গল টেস্টে জয়টাই পাল্টে দিয়েছে বাংলাদেশকে, ‘জেতা শুরু করলে সবকিছুই ঠিক থাকে। সবার শরীরী ভাষায় আমি গল টেস্টের পরেই বড় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি।’ ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারেননি বোলাররা। হাথুরুসিংহে সেখান থেকেও ইতিবাচক দিক খুঁজছেন, ‘গত ম্যাচে প্রথম দশ ওভারে আমাদের ছেলেরা একটু ক্লান্ত ছিল, কিন্তু শেষের দিকে তারা ম্যাচে ভালোমতোই ফিরেছে।’

    বুধবার বাংলাদেশের অনেকেই অনুশীলন করেননি। হাথুরু জানিয়েছেন, শ্রীলঙ্কার গরমের কারণে সেটা জরুরি মনে করেননি, ‘নিজেদের প্রস্তুতিটা ভালো হলে অনুশীলন খুব না করলেও হয়। খেলোয়াড়দের তখন বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে। আর শ্রীলঙ্কায় খুব গরম, এই ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে।’