• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    ইমার্জিং কাপের সাইফ উদ্দিন এবার টি-টোয়েন্টি দলে

    ইমার্জিং কাপের সাইফ উদ্দিন এবার টি-টোয়েন্টি দলে    

    ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্রয়ের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও একই ফল পেল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার পালা। শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেখানে সামান্য পরিবর্তন বাদে মূলত ওয়ানডে সিরিজের স্কোয়াডই থাকছে বাংলাদেশের।

     

    টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয় নি ওয়ানডে স্কোয়াডে থাকা শুভাগত হোম আর রুবেল হোসেনের, তাঁদের জায়গায় দলে ঢুকেছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়ে সামর্থ্যের জানান দেয়া মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো থাকছেন টি-টোয়েন্টি দলেও।

     

    গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আলো ছড়ানো সাইফুদ্দিন বাংলাদেশে চলমান এমার্জিং টিমস এশিয়া কাপেও বাংলাদেশ দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন। ৪ ম্যাচে বল হাতে ৭ উইকেট নেয়ার পাশাপাশি রান করেছেন ৬৮। আজকের সেমিফাইনাল ম্যাচে করেছেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান। এর আগে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়ে ৪ ওভার বল করে ২৬ রানে নেন ১ উইকেট।

     

    ১৬ সদস্যের বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন।