• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    একই একাদশ নিয়ে খেলাটা আত্মবিশ্বাস বাড়িয়েছেঃ মাশরাফি

    একই একাদশ নিয়ে খেলাটা আত্মবিশ্বাস বাড়িয়েছেঃ মাশরাফি    

    পর পর তিন ম্যাচে ঠিক একই দল নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের ধারাটা শেষ ম্যাচে ধরে রাখতে পারেনি দল, তবে মাশরাফি বিন মুর্তজা পুরো সিরিজে একই একাদশ নিয়ে খেলাটা ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল, সেটা আখেরে দলের জন্য খারাপ বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন।

    নিউজিল্যান্ড সিরিজের তিন ম্যাচেই তিনটি আলাদা দল নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পর বাদ পড়েছিলেন সৌম্য, আবার চোটের জন্য ছিটকে গিয়েছিলেন মুশফিক। আবার দ্বিতীয় ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন মুস্তাফিজ। হুট করেই দলে এসেছিলেন নুরুল হাসান ও তানভীর হায়দার। এরকম রদবদলের জন্য খেলোয়াড়দের আত্মবিশ্বাসও ধাক্কা খেয়েছে বলে জানিয়েছেন মাশরাফি, নিউজিল্যান্ড সিরিজে প্রতি ম্যাচে চেঞ্জ করেছি,  চেঞ্জ করেছি। সেটা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, সবার আত্মবিশ্বাস নেমে যাওয়া শুরু করেছিল। সবাই আস্থাহীনতায় ভুগেছে, যআমি পরের ম্যাচে খেলতে পাব কি না। এটা আসলে খেলার ওপর প্রভাব করে।’

    শ্রীলঙ্কায় এই ব্যাপারটা হয়নি, পর পর তিন ম্যাচে একই দল নিয়ে খেলতে পেরেছে। মাশরাফি এই ব্যাপারটা ইতিবাচকভাবে দেখছেন, এখানে একটা ব্যাপার ভালো হয়েছে,  সবাই টানা খেলেছে। সবাই বুঝতে পেরেছে কার কী ভূমিকা। আয়ারল্যান্ডে যখন যাবে আশা করব সবাই নিজের ভূমিকাটা আরও ভালোমতো বুঝতে পারবে।’