• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ইমার্জিং কাপের জয়াসুরিয়া

    শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ইমার্জিং কাপের জয়াসুরিয়া    

    অ্যাঞ্জেলো ম্যাথিউস যে ফিরছেন না, জানা গিয়েছিল আগেই। বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কা দলে ফিরেছেন অলরাউন্ডার শিহান জয়াসুরিয়া। এখন ইমার্জিং এশিয়া কাপের শ্রীলঙ্কা দলে আছেন তিনি, খেলবেন ফাইনালেও। চোট কাটিয়ে দলে ফিরেছেন শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার নায়ক থিসারা পেরেরাও। তবে বাদ পড়েছেন ওয়ানডে সিরিজের নায়ক কুশাল মেন্ডিস। আপাতত সংক্ষিপ্ত ফরম্যাটে মেন্ডিসকে ভাবা হচ্ছে না বলেই এ সিদ্ধান্ত।

     

    দলে আছেন কুশাল পেরেরাও। তবে তাঁর খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর, সময়মতো ফিট হতে না পারলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সান্দুন ভিরাক্কোরিকে।

     

    ফরম্যাটটা টি-টোয়েন্টি বলে সফরে প্রথমবারের মতো লাসিথ মালিঙ্গারও মুখোমুখি হবে বাংলাদেশ।

     

    শ্রীলঙ্কা দল
    উপুল থারাঙ্গা (অধিনায়ক, দিলশান মুনাবীরা, দানুশকা গুনাথিলাকা, কুশাল পেরেরা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকেরা, দাশুন শানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দা সিরিবর্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগু প্রসন্ন, চামারা কাপুগেদেরা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, শিহান জয়াসুরিয়া।

    স্ট্যান্ডবাইঃ সান্দুন ভিরাক্কোরি