মাথা খাটাতে বলায় বাউন্সার দিয়েছিলেন মুস্তাফিজ!
২২ গজের ভাষাটা খুব ভালোমতো পড়ে ফেলেছেন প্রথম আইপিএলেই। কিন্তু মুখের ভাষাটা পড়তে একটু সময় নিয়েছেন মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদ সানরাইজার্সে তো তাঁর সতীর্থদের আরেকটু হলে বাংলা শেখাতেই বাধ্য করে ফেলেছিলেন! ওয়ার্নার, মুডিরা অবশ্য বাংলায় টুইট করেছেন। তবে হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার এবার জানাচ্ছেন, মুস্তাফিজকে একবার ভাবতে বলায় উল্টো বুঝে বাউন্সার দিয়ে ফেলেছিলেন!
‘ব্যাটিং প্রবলেম, বোলিং প্রবলেম, স্পিকিং নো প্রবলেম’- মুস্তাফিজকে নিয়ে বলা গত বার ওয়ার্নারের কথাটা মোটামুটি ভাইরালই হয়ে গিয়েছিল। এবারও মুস্তাফিজ সানরাইজার্সেই আছেন, শুরু থেকে খেলবেন কি না বা আদৌ খেলবেন কি না সেটা নিয়ে অবশ্য সংশয় আছে। তবে আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে ওয়ার্নারের কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া জানতে চেয়েছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা।
ওয়ার্নার তখন রসিকতা করেই মুস্তাফিজের কথা মনে করিয়ে দিলেন, আমাকে তো একটু একটু বাংলা শিখতে হয়েছে! একজনকে নিয়েই বেশি চ্যালেঞ্জ ছিল। ফিল্ডিংয়ের সময় আমি ওর মাথার দিকে ইঙ্গিত করে বললাম, মাথাটা আরেকটু বেশি খাটাও। কিন্তু ও সেটা না বুঝে বাউন্সার দিল। এরকম অনেক মজার অভিজ্ঞতাই হয়েছে আমার।‘