• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    জিততে হলে ইতিহাস গড়তে হবে শ্রীলঙ্কাকে

    জিততে হলে ইতিহাস গড়তে হবে শ্রীলঙ্কাকে    

    সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১৫৫/৬, ২০ ওভার (মোসাদ্দেক ৩৪*, মাহমুদুল্লাহ ৩১, সৌম্য ২৯; মালিঙ্গা ২/৩৮)

     

    মালিঙ্গার কাঁপিয়ে দেয়া প্রথম ওভারের পর সাব্বির-সৌম্যর ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়েছিল বাংলাদেশ। এরপর আবারও খানিকটা খেই হারিয়ে শেষ পর্যন্ত মোসাদ্দেক-মাহমুদুল্লাহরা এনে দিয়েছেন দেড় শতাধিক রানের সংগ্রহ। কলম্বোর প্রেমাদাসার পুরনো পরিসংখ্যান অবশ্য এই পুঁজিতেই আশাবাদী করতে পারে বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে এই মাঠে এরচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র দু’টি, দুটোই আবার স্বাগতিকদের বিপক্ষে, ১৭৪ রানের লক্ষ্য টপকে। এই মাঠে পরে ব্যাট করে জেতার রেকর্ডই নেই শ্রীলংকার, এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে এখানে লংকানদের জয়ও মাত্র ১টি ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে আজ জিততে হলে তাই নতুন রেকর্ডই গড়তে হবে স্বাগতিকদের।

     

    ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মালিঙ্গার ফুল লেন্থ ডেলিভারিটা তামিমের স্টাম্প ভেঙে দিয়েছিল। দু’বল বাদে তাঁর শর্ট ডেলিভারি বাতাসে ভাসিয়েছিলেন সাব্বির, সেটা কুশল পেরেরার মাথার ওপর দিয়ে চলে না গেলে বিপদ হতে পারত আরও একটা। শেষ বলে স্লোয়ার দিয়েছিলেন, সেটাও মালিঙ্গার হাতে তুলেছিলেন সৌম্য, ক্যাচটা অবশ্য রাখতে পারেন নি লংকান পেসার।

     

    এমন নড়বড়ে শুরুর পরও সাব্বির-সৌম্য আশা দেখাচ্ছিলেন বড় সংগ্রহের, একটু সময় নিয়েই হাত খুলে মেরে ৫ ওভারে তুলে ফেলেছিলেন ৫৭ রান। কিন্তু এরপর আবারও খেই হারানোর শুরু, অফস্ট্যাম্পের বাইরে সঞ্জয়ের ফুল লেন্থ বলটা কাভারের দিকে ঠেলেই এক রানের জন্য ছুটেছিলেন সাব্বির; প্রসন্ন সরাসরি থ্রোতে নন-স্ট্রাইকের স্ট্যাম্প ভাঙেন তাঁকে দাগের ইঞ্চিখানেক বাইরে রেখে। সে ওভারেই সঞ্জয়ের স্লোয়ার মিড অফের ওপর দিয়ে সীমানা ছাড়াতে চেয়েছিলেন সৌম্য, কিন্তু মারে জোর ছিল না; লং অনে ক্যাচ নিয়ে তাঁর ২০ বলে ৩ চার, ১ ছয়ে ২৯ রানের ইনিংসে ইতি টানেন থিসারা পেরেরা। গুণারত্নে-প্রসন্নরা এরপর মুশফিক-সাকিবকে দ্রুত প্যাভিলিয়নের পথ দেখালে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, রান তোলার গতি কমে ততোক্ষণে শেষ হয়ে গেছে ১১ ওভারও।

     

    এরপর লড়াই করার মতো পুঁজিটা আসে মোসাদ্দেক-মাহমুদুল্লাহর ব্যাটে। ১৯তম ওভারের প্রথম বলে মালিঙ্গার ইয়র্কারে বোল্ড হওয়ার আগে মাহমুদুল্লাহ ২৬ বলে ৩ চারে করেন ৩১। ৩০ বল খেলে ৩ চারে মোসাদ্দেক অপরাজিত থাকেন ৩৪ রানে, অপরপ্রান্তে ৫ বলে মাশরাফির সংগ্রহ ছিল ৯। বাংলাদেশের ইনিংস থামে ১৫৫ রানে।