• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    রুবেলকে সুযোগ দিতে চেয়েছিলেন মাশরাফি

    রুবেলকে সুযোগ দিতে চেয়েছিলেন মাশরাফি    

    প্রথম টি-টোয়েন্টির টসের আগেই বোমাটা ফাটিয়েছেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের আকাশ মেঘলা ছিল খানিকটা, কিন্তু বাংলাদেশ দলের আকাশে সেটা হয়ে এসেছে বিনা মেঘে বজ্রপাতের মতোই। মাশরাফি বিন মুর্তজা তখনই জানিয়েছিলেন, তরুণদের কথা ভেবেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া। সংবাদ সম্মেলনেও নিশ্চিত করলেন, নতুন প্রজন্মের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 


    এমন নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে। তবে মাশরাফি মনে করছেন, তাঁর জন্য দলে আরও যোগ্য খেলোয়াড়েরা সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে রুবেল হোসেনের কথা বললেন আলাদা করে, 'যেটা আগেও বললাম, আপনি বাংলাদশের হয়ে খেলছেন, যে কোনো ফরম্যাটেই আপনি জার্সি উঠিয়ে রাখবেন সিদ্ধান্তটা নেওয়া কঠিন।  পেছনে তাকালে দেখা যাবে রুবেল হোসেন টি-টোয়েন্টি স্কোয়াডে নাই। আমার বিশ্বাস, ওর প্রথম একাদশে রাখা উচিত ছিল। শেষ দুইটা টি-টোয়েন্টিতে তার সাত উইকেট। আমার মনে হয়েছে, আমি অধিনায়ক থাকার কারণে ওর সুযোগ হচ্ছে না। আমার থেকে ওর পারফরম্যান্স ভালো, তাই ওর খেলা উচিত। আমার কাছে মনে হয়েছে আমাদের তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য এটাই সবচেয়ে আদর্শ সময়। আরও বড় মঞ্চের জন্য  তারা যাতে প্রস্তুত হতে পারে, সেটা ঠিক করে দেওয়া। আমার মাথায় আসলে এসবই কাজ করেছে।'


    মাশরাফি মনে করিয়ে দিলেন, তরুণ অলরাউন্ডার সাইফ উদ্দিনকে সুযোগ করে দেওয়া হয়েছে, আজও আমাদের দলে সাইফের মতো নতুন একজন খেলেছে। আমি মনে করি, টি-টোয়েন্টিতে নতুনদের সুযোগ দেওয়া উচিত। মূলত এসব ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।'