'একটা চিন্তাই ছিল, ছেড়ে দেব'
প্রথম টি-টোয়েন্টিতে হেরে নিশ্চিত হয়ে গেছে, এই সিরিজটা জেতা হচ্ছে না বাংলাদেশ। সেই হারটাও হয়েছে একরকম সহজেই। তবে কাল কলম্বোর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথার প্রসঙ্গ একটাই, মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি থেকে অবসর।
কেন হুট করে এই সিদ্ধান্ত নেওয়া? মাশরাফির কাছে স্বভাবতই উঠে গিয়েছিল প্রশ্নটা? সীমিত ওভারে বাংলাদেশের অধিনায়কও জানালেন, এতকিছু ভেবে সিদ্ধান্ত নেননি, 'সিদ্ধান্তটা আসলে হুট করেই নেওয়া। এত কিছু ভেবে নিইনি। একটা চিন্তাই ছিল, ছেড়ে দেব। মনে হয়েছে আমি আর টি-টোয়েন্টি খেলতে চাই না। আমার মনে হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট আসলে আমার জন্য না। সিদ্ধান্তটা নেওয়ার আগে আমি বাবা, মা, ঘনিষ্ঠদের সাথে কথা বলেছি। আবার অনেকের সাথে কথাও বলতে পারিনি। তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি, ওয়ানডেতে অবসর নেওয়ার আগে সবাইকে ভালোভাবে জানিয়ে যেতে পারব। '
দায়িত্ব পাওয়ার পর থেকে এই সংস্করণে মাশরাফিই বাংলাদেশের সফলতম অধিনায়ক। গত বছর এশিয়া কাপেও দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। তবে মাশরাফি বলেছেন, টি-টোয়েন্টি কখনোই ঠিক সেভাবে উপভোগ করেননি, 'টি-টোয়েন্টি আমি কখনোই উপভোগ করিনি। ক্রিকেট বোর্ড যখন আমাকে দায়িত্ব দিয়েছিল আমি শুধু চেয়েছিলাম টিমটা বিল্ড করার। সেটা আগেও বলেছি। জানিনা কতটুকু পেরেছি। কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারাটা ছিল অনেক বড় সম্মান। আমার মনে হয়েছে, আমার আর পাওয়ার কিছু নাই।'
কিন্তু টি-টোয়েন্টি থেকে যেভাবে বিদায় নিলেন, ওয়ানডে থেকেও কি হুট করে একদিন চলে যাবেন? এমন প্রশ্নের জবাবে মাশরাফি যেন আশ্বস্তই করলেন, 'এই মুহূর্তে না। তবে এটাও ঠিক, আমি কোনো কিছু খুব প্ল্যান করে করি না। এই সিদ্ধান্ত সহজ না, এটার সাথে পরিবার, অনেক কিছু জড়িয়ে থাকে। আর এই মুহূর্তে ওয়ানডে খেলাটা আমি উপভোগই করছি।'
ওয়ানডের মাশরাফিকে তো আরও অনেকদিনই দরকার বাংলাদেশের!