• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    'মাশরাফির চেয়ে বাংলাদেশ অনেক বড়'

    'মাশরাফির চেয়ে বাংলাদেশ অনেক বড়'    

    শেষের শুরুটা হলো হার দিয়ে। মানে মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলো বাংলাদেশ। শেষটা নিশ্চয়ই জয়েই উদযাপন করতে চাইবেন মাশরাফি! তবে তিনি বলছেন, তাঁর অবসরের কারণে এসব ম্যাচের তাৎপর্য বদলাবে না, ‘নাহ, জানি এমন প্রশ্ন আসবে। জিততে পারলে শেষটা ভাল হবে। আর নাহলে বলা হবে হেরে শেষ হলো। কিন্তু সত্যিকার অর্থে এ প্রশ্নটা যখন এসেছিল, আমার মনে হয়েছিল, আমি এখনও বাংলাদেশের জন্যই খেলছি। বাংলাদেশের জন্য মাঠে নামছি। একটা ম্যাচ জিতলে বাংলাদেশই জিতবে।’

     

    নিজেকে সবসময় দলের একজন মনে করেন। মনে করেন দেশের প্রতিনিধিও, ‘এখানে মাশরাফির চেয়ে বাংলাদেশ অনেক বড়। এ ম্যাচটা হেরেছি, মানে বাংলাদেশই হেরেছে। এর থেকে বড় কিছু আর নেই।’

     

    বাংলাদেশ ম্যাচটা হারলেও দল নিয়ে মাশরাফি আশাবাদী, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দলটা ভালভাবে তৈরী হচ্ছে। সব ফরম্যাটেই একটু একটু উন্নতি করেছি। ওয়ানডেতে হয়তো একটু বেশি করেছি।’

     

    এমন সময়ে মাশরাফি তাঁর অবসর নিয়ে কোনো বিতর্ক তৈরী করতে রাজি নন, ‘আমার মনে হয় এ সময় বিতর্ক তৈরী না করে আমরা সবাই চাই আমাদের দেশের ক্রিকেট এগিয়ে যাক, সেই দোয়াই করি। আমার মনে হয় না এসব নিয়ে আলোচনার প্রয়োজন আছে।’