• আইপিএল
  • " />

     

    এরপরও আড়াই গুণ বেতন চান কোহলি

    এরপরও আড়াই গুণ বেতন চান কোহলি    

    চেতেশ্বর পূজারার রাঁচি টেস্টের ইনিংসটার কথা মনে আছে? ৬৭২ মিনিট ব্যাটিং করে ২০২ রানের অতিমানবীয় ইনিংসটা খেলে ম্যাচসেরা হলেন। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ, ভারতীয় ক্রিকেট এখন আইপিএল ডামাডোলে মত্ত। পূজারা আইপিএল খেলেন না, অথবা আরও নির্দিষ্ট করে বললে, আইপিএলে পূজারার কোনো দল নেই। পূজারা খেলেন না ওয়ানডেও। ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতের হয়ে সব টেস্ট খেললে তিনি পাবেন সাকুল্যে সাড়ে চার কোটি রুপি(সাড়ে পাঁচ কোটি টাকা প্রায়)। অথচ শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলেই সুরেশ রায়না পাবেন সাড়ে নয় কোটি রুপি(পৌনে বারো কোটি টাকা)।

     

    পূজারার এমন ‘স্বল্প’ আয়ের পেছনের অন্যতম কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে পাওয়া বেতন-ভাতার পরিমাণ। কদিন আগেই বিরাট কোহলিদের বেতন-ভাতা দ্বিগুণ করা হয়েছে। তবে সেটা প্রয়োজনের তুলনায় ‘অপ্রতুল’ বলেই সরব হয়েছেন বর্তমান-সাবেক ক্রিকেটাররা। কোহলি এবার চুক্তি বদলিয়ে নতুন করে করার দাবি করছেন।

     

    নতুন চুক্তিতে ‘গ্রেড এ’ ক্রিকেটারদের বেতন ছিল দুই কোটি রুপি, কোহলি সেটাকে করতে বলছেন পাঁচ কোটি। ‘গ্রেড বি’ এর জন্য তিন কোটি, ‘গ্রেড সি’ এর জন্য অঙ্কটা দেড় কোটি চাইছেন ভারতীয় অধিনায়ক।

     

    বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের অধীনে খেলা পূজারাদের কথা চিন্তা করলে কোহলির দাবিটাকে ‘অমূলক’ বলার কারণ নেই নিশ্চয়ই!