• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    বার্সা ছেড়ে নতুন কোনো ক্লাবে যাচ্ছেন না এনরিকে

    বার্সা ছেড়ে নতুন কোনো ক্লাবে যাচ্ছেন না এনরিকে    

    প্রথম মৌসুমেই ‘এলাম, দেখলাম, জয় করলাম’। পেপ গার্দিওলার মতো প্রথম বারেই লুইস এনরিকে জিতেছিলেন ট্রেবল। বার্সেলোনা ছাড়ার পর এক বছর অন্য কোনো ক্লাবে যোগ দেননি গার্দিওলা। এবার এনরিকেও জানাচ্ছেন, বার্সা ছাড়ার পরের এক বছর নতুন কোনো ক্লাবে যোগ দেবেন না, অখন্ড অবসর কাটাবেন।

    কদিন আগেই ঘোষণা দিয়ছিলেন, বার্সার সঙ্গে নতুন করে আর চুক্তি নবায়ন করবেন না। এই মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন। কিন্তু এর পরের গন্তব্য কোথায় সেটা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এনরিকে আজ সেভিয়ার সঙ্গে ম্যাচের আগে জানিয়েছেন, ক্লান্তির জন্যই বার্সা ছাড়ছেন। আপাতত অন্য কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা নেই তাঁর, ‘আমি আগেই বলেছি, আমি শুধু ক্লান্তির জন্য ক্লাব ছাড়ছি। এমন নয়, আমি অন্য কোথাও যোগ দেব। আমার এখন একটু অবসর দরকার, কাজের কথা ভাবছি না। আর ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো। আপাতত এই মৌসুমে আরও অনেক কাজ জমে আছে, আমি সেগুলো শেষ করার কথাই ভাবছি।’  

    এই মুহূর্তে লা লিগায় বার্সা আছে দুইয়ে, কদিন পরেই চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে জুভেন্টাসের। আর সামনের মাসে কোপা দেল রের ফাইনালে বার্সার প্রতিপক্ষ আলাভেস।