উইজডেনের পুরস্কার পেল সাকিবের সেই ছবি
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক ঘুরে বেড়িয়েছিল ছবিটা। দেখা যায় এখনও। ইংল্যান্ডের সঙ্গে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ড্রাইভ করছেন সাকিব আল হাসান। ব্যাটের ওপর সূর্যরশ্মির আভা, নিচে উড়ছে ধুলো। সাকিবের দৃষ্টি নিবদ্ধ বলের দিকে, বলটা অবশ্য নেই ছবিতে। ফিলিপ ব্রাউনের তোলা এই ছবিটা ২০১৬ সালের উইজডেন-এমসিসির ফটোগ্রাফি প্রতিযোগিতায় যৌথ রানার-আপ হয়েছে। আরেক রানার-আপ হয়েছে আশাঙ্কা ব্রেন্ডন রত্নায়েকের তোলা বিরাট কোহলির একটি ছবি।
প্রথম পুরস্কার জিতেছে ভারতীয় ফ্রিল্যান্স ফটোগ্রাফার সাকিব মাজিদের একটি ছবি। কাশ্মিরের শ্রীনগরের মুঘল গার্ডেনে ছেলের ক্রিকেটের এক ছবিটি দেখে অবশ্য মুগ্ধ না হয়ে উপায় নেই। বিচারকদের প্রধান ক্রিস স্মিথ বলছেন, ‘মাজিদের তোলা ছবিটা শ্বাসরুদ্ধকর। অন্য এক বিচারক বলছিলেন, এটা দেখে তোলা ছবির থেকে চিত্রকর্ম বেশি মনে হয়!’
মাজিদের তোলা ছবি
পুরস্কার হিসেবে মাজিদ পাবেন দুই হাজার পাউন্ড, ব্রাউন ও রত্নায়েকে এক হাজার করে।
লর্ডসের নতুন তৈরী করা ওয়ার্নার স্ট্যান্ডের নিচতলায় ছবিগুলো প্রদর্শিত হবে।