• বাংলাদেশ বনাম শ্রীলংকা
  • " />

     

    'মাঠে একটু অস্থির লাগছিল'

    'মাঠে একটু অস্থির লাগছিল'    

    টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময়ও কিছু স্বীকার করেননি। তবে কাল শেষ সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা স্বীকার করলেন, একটু আবেগপ্রবণই হয়ে পড়েছিলেন। সেটা যে খেলার ওপর প্রভাব ফেলেছে, সেটাও মানলেন বাংলাদেশের বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক।

     
    ব্যাটিং করতে নামার সময় মালিঙ্গার দ্বিতীয় বলেই হয়ে গেছেন বোল্ড। তবে বোলিং-ফিল্ডিংয়েও স্নায়ুচাপ তাঁকে একটু একটু পেয়ে বসেছিল, সেটা বোঝা যাচ্ছিল। মাশরাফি নিজেও ম্যাচ শেষে স্বীকার করেছেন, মাঠে আসলে একটু অস্থির লাগছিল। শেষ ম্যাচ বলেই হয়তো এটা হচ্ছিল। ব্যাটিংয়ে নামার  পর থেকেই অস্থিরতা লাগছিল। তো, ওই  অস্বস্তি অবশ্যই ছিল। নিজেকে চেষ্টা করেছি, কন্ট্রোল করার। তবে শেষ বলে হয়তো সবসময় পারিনি।'


    ম্যাচ শেষে মাঠে অবশ্য মাশরাফি সতীর্থদের কাউকে আবেগে ভেঙে পড়তে দেননি। তবে জানিয়েছেন, ম্যাচ শেষে সতীর্থদের অনেকে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছে, 'কেউ কেউ কেঁদেছে এসে, একটা সময় যেটা হয়েছে নিজেকে কন্ট্রোল না করে ওদেরকেই ঠেকাতে হয়েছে আমার। সবারই কিছু না কিছু ইমোশন আছে। অনেকের সাথে অনেক স্মৃতি আছে। সামনে হয়তো আরও অনেক স্মৃতি থাকবে। তারপরও একটা পর্যায় থেকে সরে আসা মানে অনেক বেশি খারাপ লাগছে, সেটাই স্বাভাবিক। আমার চেয়ে বেশি কারও লাগবে না।'