• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    মিসবাহর পর ইউনিসেরও অবসর

    মিসবাহর পর ইউনিসেরও অবসর    

    দুই দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মিসবাহ উল হক। এবার সতীর্থের পথ ধরে বিদায় বললেন ইউনিস খানও। জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর পাকিস্তানের হয়ে আর দেখা যাবে না তাঁকে।

    মিসবাহর মতো না হলেও মেঘে মেঘে ইউনিসেরও বেলা কম হয়নি। ৩৯ বছর বয়সে তো তাঁর সমসাময়িকরা প্রায় সবাই ক্রিকেট ছেড়ে দিয়েছে। ইউনিসও বলছেন, প্যাড তুলে রাখার জন্য এটাই আদর্শ সময় মনে করছেন, ‘অনেকেই আমাকে বলেছে এখনই যেন অবসর না নিই। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এটাই আদর্শ সময়। সারাজীবন কেউ ফিট থাকতে পারে না, খেলার জন্য ভালোবাসাটাও একই রকম থাকে না। মাথা উঁচু করেই এখন আমি বিদায় নিতে চাই।’

    ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন টেস্টের সিরিজেই অবশ্য নিশ্চিতভাবেই বিরল একটা কীর্তি হয়ে যাচ্ছে ইউনিসের। প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রান থেকে মাত্র ২৩ রান দূরে আছেন ইউনিস। এই মাইলফলকের পপেক্ষায় ছিলেন, সেটাও জানিয়েছেন পাকিস্তানের সর্বকালের সেরাদের একজন, ‘একটা সময় জাভেদ ভাইয়ের (মিয়াদাঁদ) রেকর্ড ভাঙার পরেই খেলা ছেড়ে দেব ঠিক করেছিলাম। তপরে ঠিক করলাম, ১০ হাজার রানের চেষ্টা করে যাব। এখন সেটার কাছাকাছি চলে এসেছি, এই সিদ্ধান্ত তাই আগে থেকেই নেওয়া।’

     তবে মিসবাহ ও ইউনিসকে একসঙ্গে হারিয়ে হঠাৎ করেই অভিজ্ঞতাশূন্য হয়ে যাচ্ছে পাকিস্তান ব্যাটিং। দুজন মিলে ১৯০টি টেস্ট খেলে রান করেছেন প্রায় ১৫ হাজারের কাছাকাছি।