সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ৫০ ওভারে ২৮২/৫ (আজম ১২৫*, গ্যাব্রিয়েল ২/৫০)
ওয়েস্ট ইন্ডিজ ৪৪.৫ ওভারে ২০৮ ( হোল্ডার ৬৮, আলী ৫/৩৮)
ফলাফল- পাকিস্তান ৭৪ রানে জয়ী
ম্যান অফ দা ম্যাচ- বাবর আজম
প্রথম ম্যাচে ইতিহাস গড়ে জয় এসেছিল। এবার আর সেরকম কিছু হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাবর আজমের দুর্দান্ত এক সেঞ্চুরির দিনে সিরিজে ১-১ এ সমতা এনেছে পাকিস্তান।
গত ম্যাচের মতো এবারো লক্ষ্যটা বড় ছিল। ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পরে ক্যারিবিয়রা। পাকিস্তানের ফাস্ট বোলারদের তোপের মুখে মাত্র ৭৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে জেসন হোল্ডারের দল। এই অবস্থায় দলের হাল ধরেন হোল্ডার-নার্স জুটি। ধীরে ধীরে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। ৬৮ রান করে শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গিয়েছেন হোল্ডার। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতার ক্ষতিটা আর পুষিয়ে উঠতে পারেনি দল। সাথে যোগ হয়েছে হাসান আলির বিধ্বংসী বোলিং। ৩৮ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের মিডল অর্ডারকে।
অথচ টসে জিয়ে বোলিংয়ে নেমে শুরুটা কিন্তু ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অল্প রানের মাঝেই পাকিস্তানের দুই ওপেনার সাজঘরে ফেরেন। এরপরেই বাবর আজম একপ্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তাঁকে ভালোই সঙ্গ দিয়েছেন মোহাম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম। ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। অনুমেয়ভাবে ম্যাচসেরার পুরস্কারটাও তাঁর ঝুলিতেই গেছে।