বাবর আজমের রেকর্ডের দিন

প্রথম ম্যাচে জয়টা অল্পের জন্য ফসকে গিয়েছিল। গতকাল তাঁর সেঞ্চুরিতেই সিরিজে ফিরেছে পাকিস্তান। দুর্দান্ত এক সেঞ্চুরির দিনে পাকিস্তানের বাবর আজম করেছেন বেশ কয়েকটি রেকর্ডও। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ২৫ ইনিংসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান এখন তিনিই!
নিজের ২১ তম ইনিংসে ছুঁয়েছিলেন ভিভ রিচার্ডসকে। দ্রুততম সময়ে ১০০০ রান পূরণ করে ভিভ, কুইন্টন ডি কক, কেভিন পিটারসেন ও জনাথন ট্রটের পাশে বসেছিলেন বাবর। এবার ছাড়িয়ে গিয়েছেন সবাইকেই। ২৫ ইনিংস পড় ট্রটের রান ছিল ১২৮০। গতকাল অপরাজিত সেঞ্চুরির পড় বাবরের রান দাঁড়িয়েছে ১৩০৬। সমান সংখ্যক ম্যাচ খেলে ভিভের রান ছিল ১২১১, পিটারসেনের ১১৮৯ ও ডি ককের ১১৮১।
এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারবার সেঞ্চুরির দেখা পেলেন বাবর। ক্যারিবিয়দের বিপক্ষে চারটি সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার ও জ্যাক ক্যালিসের। অন্যদিকে হাশিম আমলা, হারশেল গিবস ও এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ টি করে সেঞ্চুরি পেয়েছেন।
২৫ তম ইনিংসে এসে নিজের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর। তাঁর চেয়ে কম সময়ে ৫ টি সেঞ্চুরি পেয়েছেন শুধু ডি কক, তিনি সময় নিয়েছেন মাত্র ১৯ ইনিংস।