• " />

     

    সিপিএলে অভিষেক হচ্ছে মিরাজের

    সিপিএলে অভিষেক হচ্ছে মিরাজের    

    টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়েছে সদ্য সমাপ্ত শ্রীলংকা সিরিজে। একদিনের আন্তর্জাতিকেও অভিষেকটা এই সফরেই। এর আগে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে চমকে দেয়া মেহেদী হাসান মিরাজ সামর্থ্যের জানান দিয়েছেন সীমিত ওভারের দুই ফরম্যাটেও। আর সেটার স্বীকৃতস্বরূপই বাংলাদেশি অফ স্পিনিং অলরাউন্ডার ডাক পেয়ে গেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টিতে। টুর্নামেন্টটির এবারের আসরে ১৯ বছরের এই তরুণ অলরাউন্ডার খেলবেন ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে।

     

    ২০১৭ সিপিএলের দল গোছানোর কাজ গত মাসেই শেষ হয়ে গেলেও মিরাজ সুযোগ পাচ্ছেন মূলত বদলি হিসেবে। ট্রিনবাগোর অস্ট্রেলিয়ান বোলার ব্র্যাড হগ এই মৌসুমে দলটির হয়ে খেলতে পারবেন না। তাঁর বদলি হিসেবেই মিরাজকে দলে ভিড়িয়েছে ডোয়াইন ব্রাভোর দল। মিরাজের দলে আরও আছেন হাশিম আমলা, ব্র্যান্ডন ম্যাককালাম, সুনীল নারাইনের মতো ক্রিকেটাররা। আগামী ১লা আগস্ট থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

     

    গত বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টি অভিষেক হয় মিরাজের। এ মৌসুমের ফাইনালিস্ট রাজশাহী কিংসের হয়ে তাতে ১৫ ম্যাচ খেলে ১২ উইকেট নেন মিরাজ।