যে ফুটবল পাড়ি দিয়েছে হাজার মাইল!
প্রতিদিনের মতো বন্ধুর সাথে উত্তর নরওয়ের ভানা শহরের ডি নদীর পাড়ে হেঁটে বেড়াচ্ছিলেন। হঠাৎ করেই জনি মিকালসেনের চোখে পড়লো একটি ফুটবল। ভাবলেন আশেপাশের কেউ হয়তো ফেলে গিয়েছে খেলার পর। কিন্তু বলটি হাতে নিয়ে রীতিমতো তাজ্জব বনে গেলেন। আরে এ তো সুদূর স্কটল্যান্ডের আবেরডিন ক্লাবের বল!
ভুল পড়েননি। প্রায় এক হাজার মাইল পাড়ি দিয়ে আবেরডিন ক্লাবের ফুটবল এসে পৌঁছেছে নরওয়ের ব্যাংকস অফ ডি ফুটবল ক্লাবের পাশে অবস্থিত ডি নদীর পাড়ে। ফুটবলটি খুঁজে পাওয়া মিকালসেন এই ঘটনায় দারুণ অবাক, “এটাই মনে হয় বিশ্বের সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়া ফুটবল! আমরা আবেরডিন থেকে প্রায় ১১১৮ মাইল দূরে অবস্থিত। বলটি এতদূর কীভাবে আসলো সেটিই অবাক করা ব্যাপার!”
তবে এতো দীর্ঘ যাত্রার পরেও বলটি খেলার উপযুক্ত আছে বলেই জানিয়েছেন মিকালসেন, “বলটা একটু ময়লা হয়ে গেছে দীর্ঘ যাত্রার পর। কিন্তু এখনো এটা দিয়ে দিব্যি খেলা যাবে! আমার ইচ্ছে আছে স্কটল্যান্ডে গিয়ে ওই ক্লাবের কাছে বলটি ফিরিয়ে দিয়ে আসার।”
এদিকে ব্যাংকস অফ ডি ফুটবল ক্লাবের সভাপতি টম ইওানও এই ঘটনায় ভালোই মজা পেয়েছেন, “এটা তো ফুটবলের একটা 'অবিশ্বাস্য গল্প' বলা চলে! সাধারণত পানিতে পড়ে যাওয়া বলগুলো খুঁজে পাওয়া যায়না।” আবেরডিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বলটি খুঁজে বের করা মিকালসন ও ব্যাংকস অফ ডি ফুটবল ক্লাবের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে স্কটল্যান্ডে।