শেহজাদের বিরুদ্ধে ডোপপাপের অভিযোগ
আফগানিস্তানের গত কয়েক বছরের ‘স্বপ্নযাত্রার’ অন্যতম সারথি ছিলেন তিনি। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। এবার সেই মোহাম্মদ শেহজাদের বিরুদ্ধেই ডোপপাপের অভিযোগ আনা হয়েছে। আগামী ২৬ তারিখ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
১৭ জানুয়ারি আফগানিস্তানের অন্য ক্রিকেটারদের সাথে দুবাইতে আইসিসি একাডেমীতে শেহজাদের পরীক্ষা সম্পন্ন হয়েছিল। গতকাল ওই পরীক্ষার ফলাফল আসলে জানা যায়, শেহজাদের রক্তে ‘ক্লেনবুটেরল’ নামের নিষিদ্ধ পদার্থ রয়েছে। ফলে অ্যান্টি ডোপিং নিয়মাবলীর ১.২ ধারায় আগামী ২৬ এপ্রিল থেকে ১২ দিনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করা হবে তাকে। ওই সময় ৫ দিনের মাঝে দ্বিতীয়বার পরীক্ষাটি দেওয়ার সুযোগ রয়েছে তাঁর। যদি ২৬ এপ্রিলের ১৪ দিনের মাঝে আইসিসির কাছে কোনও রিপোর্ট না করেন, তাহলে তাকে পুরোপুরি দোষী হিসেবে মেনে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গেছে।
তবে ২৬ এপ্রিলের আগে আপিল করলে ১২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে না শুনানি শেষ না হওয়ার পর্যন্ত। এই ব্যাপারে এখনো আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিংবা শেহজাদের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।