গ্যালারিতে ধাক্কা মেরে আর্জেন্টাইন দর্শককে হত্যা!
একদিন আগেই দর্শকের হামলায় পন্ড হয়েছিল ফ্রেঞ্চ লিগের লিঁও-বাস্তিয়া ম্যাচ। লিঁও ফুটবলারদের ওপর ভক্তদের হামলায় নিন্দার ঝড় উঠেছিল ফুটবল বিশ্বে। সেই রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনাতে ঘটল আরেকটি দুর্ঘটনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে সমর্থন করার অভিযোগ এনে রেলিং থেকে ফেলে হত্যা করা হয়েছে এক আর্জেন্টাইনকে।
চিরপ্রতিদ্বন্দ্বী টালেরেসের বিপক্ষে প্রিয় ক্লাবের খেলা দেখতে এস্তাদিও মারিও স্টেডিয়ামে গিয়েছিলেন এমানুয়েল ইজেকুয়েল বালবো। ম্যাচ শুরুর কিছুক্ষণের মাঝে ২২ বছর বয়সী এমানুয়েল হঠাৎ করেই লক্ষ্য করলেন, স্ট্যান্ডের অন্য প্রান্ত থেকে কয়েকজন তাঁর দিকে তেড়েফুঁড়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর চড়াও হয় অস্কার গোমেজ নামের এক দর্শক। কয়েকজন মিলে এমানুয়েলকে ধাক্কা দেয় তারা। ফলে স্ট্যান্ড থেকে অনেকটাই নিচে পড়ে গিয়ে আহত হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘণ্টা পরেই তাঁর মৃত্যু হয়।
এমানুয়েলের বাবা রাউল বালবো জানিয়েছেন, এই অস্কার নাকি পাঁচ বছর আগে তাঁর আরেক ছেলেকেও হত্যা করেছিল, “আমার ১৪ বছর বয়সী আরেক ছেলেকেও সে হত্যা করেছিল। অস্কার সবাইকে বলেছিল, এমানুয়েল নাকি টালেরেসের সমর্থক! এসব কথা বলে তাঁর বিরুদ্ধে অন্যদের লেলিয়ে দিয়েছিল। সে একটা কাপুরুষ।”
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ও ক্লাব কর্তৃপক্ষ। ভবিষ্যতে মাঠের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাসও দিয়েছে তারা। একই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্কারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।