• " />

     

    অস্ট্রেলিয়াকে জেতালেন জুনিয়র ওয়াহ

    অস্ট্রেলিয়াকে জেতালেন জুনিয়র ওয়াহ    

    বাবার মতো হতে পারবেন কি না, সেটা সময় বলে দেবে সময়। তবে ১৯ বছরের আগেই জুনিয়র ওয়াহ যা করেছেন, স্টিভ ওয়াহ তাতে নিশ্চিতভাবেই গর্ববোধ করবেন। পর পর দুই ম্যাচে টেনে তুলেছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলকে, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজও নিশ্চিত হয়ে গেছে সেই সঙ্গে।

    আজ যখন নেমেছিলেন, দলের অবস্থা আসলেই ছিল সঙ্গীন। আজ যখন  ক্রিজে নেমেছিলেন, ২ রানের ভেতর অস্ট্রেলিয়া হারিয়ে ফেলেছে ৩ উইকেট। শ্রীওঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের লক্ষ্যটা তখন মনে হচ্ছিল অনেক দূরের পথ। ওয়াহ সেখান থেকেই হাল ধরলেন। প্রথমে এডওয়ার্ডসের সাথে ৩৮ রানের জুটিতে বিপর্যয় সামাল দিলেন। এরপর পঞ্চম উইকেটে আবার যোগ করলেন ৫৮ রান। শেষ পর্যন্ত যখন ৬০ রান করে আউট হলেন, জয় থেকে মাত্র ২৩ রান দূরে অস্ট্রেলিয়া।

    ছোট ওয়াহ অবশ্য মূলত ব্যাটসম্যান নন, বলও খারাপ করেননি। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজেও নিয়েছেন ৩ উইকেট। বাবার স্টিভের ক্যারিয়ারও শুরু হয়েছিল অলরাউন্ডার হিসেবে। পরে অবশ্য হয়ে যান পুরোদস্তুর ব্যাটসম্যান।

    অস্টিন এর আগের ম্যাচেও অবশ্য ব্যাট হাতেই অবদান রেখেছিলেন। অস্ট্রেলিয়ার ২৫১ রানে তিনি করেছিলেন অপরাজিত ৪০। পরে ৬ ওভার বল করে ২১ রান করে নিয়েছিলেন ১ উইকেট। ওই ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া।