• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    বৃষ্টির দিনে আমিরের ফেরা

    বৃষ্টির দিনে আমিরের ফেরা    

    সংক্ষিপ্ত স্কোর 

    ওয়েস্ট ইন্ডিজ ৯২.৩ ওভারে ২৭৮/৯( হোল্ডার ৫৫*, আমির ৫/ ৪১) 


    লাঞ্চের পরে পেরিয়ে গেছে প্রায় ঘণ্টা দেড়েক। সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টি কমে গিয়ে কিছুটা আলোর মুখ দেখলো কিংসটন স্টেডিয়াম। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরু করার ঘোষণা দিলেন। তবে সেটিও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র সোয়া এক ঘণ্টা পরেই আবারো তুমুল বৃষ্টিতে ভেস্তে গেছে দ্বিতীয় দিনের খেলা। এই অল্প সময়েই আরও দুই উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন আমির।

    প্রথম দিনশেষে অপরাজিত থাকা হোল্ডার-বিশু জুটি আজও দৃঢ়তার পরিচয় দিচ্ছিলেন খেলা শুরুর পর থেকে। আমিরের বলে ২৪ রানে বিশু ফিরলে ভাঙ্গে ৭৫ রানের জুটি। পরের ওভারেই দারুন এক ডেলিভারিতে জোসেফকে ফিরিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের  মতো ৫ উইকেট তুলে নেন আমির।

     

    ৫৫ রান করে অপরাজিত আছেন হোল্ডার, সাথে আছেন গ্যাব্রিয়েল।