গুজব বলেই উড়িয়ে দিলেন ইউনুস

গতকালই অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এক সপ্তাহ আগে নেওয়া অবসরের সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখবেন। ‘দল চাইলে’ আরও কয়েকদিন খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন ইউনুস খান। তবে আজ জানালেন, তাঁর অবসর ভেঙ্গে ফিরে আসার খবরটি নেহায়েতই গুজব!
টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় ইউনুস স্পষ্ট করেই বলেছেন, “অনেক জায়গায় শুনছি আমি নাকি অবসর না নিয়ে আরও খেলে যাবো! এই কথার কোনো ভিত্তিই নেই। টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটাই চূড়ান্ত। আমি যদি সিরিজের সব ইনিংসে সেঞ্চুরিও করি তবুও এটা বদলাবে না।”
কিছুদিন আগে ইউনিস বলেছিলেন, ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েই টেস্টকে বিদায় জানাবেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই তাঁর ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে।