• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    দরজা খোলা রেখেছেন ইউনিস!

    দরজা খোলা রেখেছেন ইউনিস!    

    উপমহাদেশে অবসর ভেঙ্গে ফিরে আসার ঘটনা নতুন নয়। তাঁর সতীর্থ শহীদ আফ্রিদি তো ‘দলের প্রয়োজনে’ বেশ কয়েকবার এরকম করেছেন। এবার এক সপ্তাহ আগে অবসরের ঘোষণা দেওয়া ইউনিস খান জানালেন, দল চাইলে অবসরের ব্যাপারটা আরেকবার ভেবে দেখবেন! 

     

    সিরিজ শুরুর আগে বলেছিলেন, এবারই বিদায় বলবেন ক্রিকেটকে। তবে কিংসটনে প্রথম টেস্টের আগে ইউনিস বলছেন, অবসরটা নাও নিতে পারেন, “আরও কয়েকদিন খেলতে পারতাম। আমি মনে করি এটাই সরে যাওয়ার উত্তম সময়, কারণ মানুষ চাইছে আমি থাকি! কিন্তু আমি অবসরের না যাওয়ার কথাটাও উড়িয়ে দিচ্ছি না। পুরো ব্যাপারটাই দলের ওপর নির্ভর করছে। তাঁরা যদি আমাকে খেলে যেতে অনুরোধ করে, তাহলে কেনো নয়?

     

     

    পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকও কিন্তু ইউনিসের অবসর নেওয়ার পক্ষ নন, “ব্যক্তিগতভাবে আমার মনে হয় ইউনিসকে পাকিস্তানের এখনো প্রয়োজন আছে। সে চাইলে আরও ২-১ বছর খেলতেই পারে। আমি জানিনা আমার সাথে অন্যরা একমত হবেন কিনা। অস্ট্রেলিয়া সফরেও এটা নিতে আমাদের কথা হয়েছে। সে অবসরে গেলে পাকিস্তান দল শুধু একজন ব্যাটসম্যান না, একজন অভিভাবকও হারাবে। তাঁর জায়গা নেওয়াটা কঠিন। আমি ও দলের অন্য সবাই তাঁর থেকে অনেক কিছু শিখেছি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা একান্তই তাঁর।”

     

    জানুয়ারিতেও অবশ্য ইউনিস বলেছিলেন, দলের সবাই চাইলে ক্যারিয়ারটা আরও দীর্ঘ করার ইচ্ছা আছে।