• ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
  • " />

     

    পাকিস্তানকে পথ দেখালেন ইউনুস-বাবর

    পাকিস্তানকে পথ দেখালেন ইউনুস-বাবর    

    সংক্ষিপ্ত স্কোর-

    ওয়েস্ট ইন্ডিজ ২৮৬ ( চেজ ৬৩, আমির ৬/ ৪৪)

    পাকিস্তান ৭৮.২ ওভারে ২০১/৪ ( বাবর ৭২, ইউনুস ৫৯, গ্যাব্রিয়েল ২/৩৭)


     

    চেজের বলে সুইপ করেই বুঝতে পারলেন, ইতিহাস গড়া হয়ে গেছে। বল বাউন্ডারি লাইন পার করার সাথে সাথেই হেলমেট খুলে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ব্যাট উঁচু করলেন। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করা ইউনুস খানের চোখেমুখে তৃপ্তির ছাপটা স্পষ্টই ছিল। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনশেষে তাঁর এবং বাবর আজমের দারুন এক জুটির কল্যাণেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৮৫ রানে পিছিয়ে আছে পাকিস্তান, হাতে আছে ৬ উইকেট।

     

    ব্যাট করতে নেমে ৫৪ রানের মাঝেই দুই ওপেনারকে হারায় মিসবাহর দল। এরপর ইউনুস-আজমের ১৩১ রানের জুটি দলকে এগিয়ে নেন। হাফ সেঞ্চুরি পূরণের অল্প কিছুক্ষণের মাঝেই ফেরেন ইউনুস। এক ওভার পর সেঞ্চুরি থেকে ২৮ রান দূরে থেকে সাজঘরে ফেরেন বাবরও। আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দেখে শুনেই সময়টা পার করেছেন মিসবাহ ও আসাদ শফিক।

     

    অন্যদিকে দিনের শুরুতেই জেসন হোল্ডারকে ফিরিয়ে ক্যারিবিয় ইনিংসের ইতি টানেন মোহাম্মদ আমির। তাঁর ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২৮৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।