মিসবাহর হতাশায় জমজমাট বার্বাডোস
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিনশেষে
ওয়েস্ট ইন্ডিজ ৩১২ ও ৪০/১ ( হেটমেয়ার ২২* , আব্বাস ১/১৪)
পাকিস্তান ৩৯৩( আজহার ১০৫, মিসবাহ ৯৯, গ্যাব্রিয়েল ৪/৮১)
প্রথম টেস্টেও ঠিক একই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। দ্বিতীয় টেস্টেও সেই ‘দুর্ভাগ্য’ পিছু ছাড়ল না মিসবাহর, আবারো ৯৯ রানেই ফিরতে হয়েছে তাঁকে। তাঁর আক্ষেপের দিনে পাকিস্তানের চেয়ে ৪১ রানে পিছিয়ে থেকেই খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোস টেস্টের শেষ দুই দিন এখন রোমাঞ্চের অপেক্ষায়।
আগের দিনের শেষ ঘণ্টায় খেই হারিয়ে ফেলা পাকিস্তান দলকে পথ দেখাচ্ছিলেন আজহার-মিসবাহ জুটি। আজ প্রথম সেশনে হতাশায় ডুবিয়েছেন ক্যারিবিয় বোলারদের। লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট না হারালে বড় লিডের স্বপ্নই দেখছিল পাকিস্তান।
লাঞ্চের ঠিক পরপরই আজহার তুলে নেন ক্যারিয়ারের ১৩ তম টেস্ট সেঞ্চুরি। ১০৫ রানে দেব্রেন্দ্র বিশুর বলে আজহার ফিরলে ভাঙ্গে ৯৮ রানের দুর্দান্ত এক জুটি। আজহার ফিরলেও আসাদ শফিককে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে গেছেন মিসবাহ। ধীরে ধীরে সেঞ্চুরির খুব কাছেও পৌঁছে যান। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকেই হোল্ডারের বলে সাজঘরে ফিরতে হয়। চোখেমুখে রাজ্যের হতাশা নিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন। তাঁর ফেরার অল্প কিছুক্ষণের মাঝে আরও দুই উইকেট হারিয়ে ফেলে দল। শেষের দিকে ইয়াসির শাহর ২৪ রান দলকে ৮১ রানের লিড এনে দেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। আব্বাসের বলে পাওয়েল ফিরলেও দিনের বাকিটা সময় নির্বিঘ্নেই পার করেছেন হেটমেয়ার ও ব্রাফেট।