বিসিসিআইকে আইনি নোটিশ পাঠাল পিসিবি
বেশ কয়েকমাস ধরেই পিসিবির পক্ষ থেকে ‘সতর্কবার্তাটা’ দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত সম্মতি চুক্তি অগ্রাহ্য করে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি না হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গতকাল পাঠানো এই নোটিশে বলা হয়েছে, বিসিসিআই ২০১৪ সালে আইসিসির কর্মকর্তার উপস্থিতিতে স্বাক্ষর করা চুক্তি মানেনি। পিসিবির এক কর্মকর্তা বলছেন, ধৈর্যের শেষ সীমা পার হয়ে যাওয়ার কারণেই এরকম করেছে পিসিবি, “ লন্ডনের একটি আইন সংস্থার সাহায্য নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই নোটিশ দেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমাদের সাথে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু এই দুই বছরে তারা আমাদের সাথে করা চুক্তি এড়িয়ে গেছে।”
চুক্তি অনুযায়ী ছয়টি সিরিজের মাঝে চারটিই আয়োজন করার কথা ছিল পিসিবির। সিরিজ না খেলায় তাঁদের অর্থনৈতিক ক্ষতির কথাও বারবার বলে আসছে পাকিস্তান, “ছয়টি সিরিজের মাঝে চারটি আমাদের আয়োজন করার কথা ছিল। আমরা তো নিরপেক্ষ ভেন্যুতেও সিরিজ আয়োজনে রাজি ছিলাম! তবুও অনেক বাহানা দেখিয়েছে বিসিসিআই। শেষ পর্যন্ত সিরিজ খেলতে রাজি হয়নি তারা।”
এদিকে কিছুদিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই বছরের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। উচ্চ আদালতের সম্মতি পেলেই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছিলেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।