ইউনুসের সাথে নাম নিতে পেরে 'গর্বিত' মিসবাহ
শেষ হলো দীর্ঘ এক পথচলার। ইতিহাস গড়ে একসাথেই টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মিসবাহ-উল-হক ও ইউনুস খান। শ্বাসরুদ্ধকর এক ম্যাচের পর সিরিজ জিতেই সফর শেষ করছে মিসবাহর দল। ম্যাচ শেষে মিসবাহ জানিয়েছেন, ইতিহাসের পাতায় ইউনুসের সাথে তাঁর নামও উচ্চারিত হবে বলে গর্বিত তিনি।
এতগুলো বছর একসাথে খেলেছেন, সামলেছেন পাকিস্তানের মিডল অর্ডার। দুজনের গড়া জুটিতে এসেছে ৩২১৩ রান। কতবার দলকে বিপদমুক্ত করেছে ইয়ত্তা নেই। এই সিরিজেই ১০ হাজার রান স্পর্শ করা ইউনুসের পাকিস্তান দলে অবদানের কথা স্মরণ করেন মিসবাহ, “ইতিহাসের পাতায় আমাদের দুজনের নাম একসাথেই উচ্চারিত হবে। ব্যাপারটা দারুণ! কারণ ইউনুস একজন কিংবদন্তি। ১০ হাজার রান, ৩৪ টা সেঞ্চুরিও আছে তাঁর। এরকম একজন মানুষের পাশে নিজের নাম দেখতে পেরে গর্বিত বোধ করছি।”
ইউনুসের সাথে ড্রেসিংরুমে কাটানো সময়টা কখনোই ভুলবেন না মিসবাহ, “ ইউনুসকে ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা। তাঁর সাথে এই পথচলাটা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পাশে দাঁড়িয়ে ফিল্ডিং করা, জুটি বেঁধে রান করা; প্রতিটা মুহূর্তই দারুণ উপভোগ্য ছিল।”