'হয়তো অধিনায়ক থাকলে এত রান করতে পারতাম না'
‘অধিনায়ক’ হিসেবে সময়টা কখনোই খুব একটা ভালো কাটেনি। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক থাকলেও এই দায়িত্বটা বরাবরই ইউনুস খানের জন্য ‘কঠিন’ ছিল। কয়েকবার অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো ইউনুস বিদায় বেলায় বলেছেন, ক্যারিয়ারের এসব সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তাঁর। ওই দায়িত্ব চালিয়ে গেলে হয়তো নিজের নামের পাশে এত রান দেখতে পেতেন না বলেও মনে করেন ইউনুস।
অধিনায়কত্ব ছাড়ায় কোনো ‘আফসোস’ নেই বলেই জানিয়েছেন ইউনুস, “যা হয় সেটা ভালোর জন্যই হয়। হয়তো আমি অধিনায়ক থাকলে এত রান করতে পারতাম না! অনেকেই বলে আমি নাকি আফসোস করি ওই সিদ্ধান্ত নিয়ে। কিন্তু সেটা ভুল। অধিনায়ক থাকলে অনেক বেশি দায়িত্ব থাকতো। তখন হয়তো এসবের ভিড়ে নিজের ক্যারিয়ারটা ভুল পথে চলে যেত।”
দীর্ঘ ক্যারিয়ারে নিজের সবটুকুই দিয়েছেন ইউনুস, “আমি নিজের জীবনে যত জায়গায় খেলেছি, কেউই বলতে পারবে না আমি কোথাও চেষ্টার কমতি রেখেছি। নিজের ২০০ ভাগ দিয়েছি মাঠে ও মাঠের বাইরে। দুই-তিন বছর আগে অবসরের কথা ভেবেছিলাম। কিন্তু ১০ হাজার রানের স্বপ্নটা সেটা হতে দেয়নি। ক্যারিয়ার নিয়ে আমার কোনো আফসোস নেই।”