'‘বেকার’ হওয়ার কোনো ইচ্ছা নেই!'
বোর্ডের সাথে দ্বন্দ্বটা চরমে পৌঁছেছে। একদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে। অন্যদিকে ডেভিড ওয়ার্নার বলেছেন, এরকম চলতে থাকলে আসন্ন অ্যাশেজে নাও খেলতে পারেন অনেক অজি ক্রিকেটারই! এবার অস্ট্রেলিয়ান টেস্ট দলের উইকেটকিপার ম্যাথু ওয়েড বললেন, বোর্ডের চুক্তি থেকে বাদ পরে ‘বেকার’ হওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর!
ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চলতে থাকা টানাপোড়নের দ্রুতই সমাধান হবে বলেই আশা করছেন ওয়েড, “আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। আমরা কেউই সাময়িকভাবে ‘বেকার’ থাকতে চাই না! তবে পরিস্থিতি বেশি খারাপের দিকে গেলে আমাদের সিনিয়র ক্রিকেটাররা কিছু একটা করবেই, আমরাও তাঁদের পথেই এগোবো। তাঁরাই আমাদের দিক নির্দেশনা দেবে।”
গতকাল ইয়ান হিলি বলেছিলেন, তিনি অজি ক্রিকেটারদের ‘ধর্মঘট’ দেখতে চান না। ওয়েড বলছেন, তাঁরা অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেবেন, “আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে সবসময় যোগাযোগ রাখছি। আমার মনে হয় না ক্রিকেটাররা অযৌক্তিক কোনো দাবি রেখেছে বোর্ডের সামনে। আমরা তো শুধু নিজেদের ন্যায্য দাবির কথাই বলেছি। আমরা জানতে চাই কতটুক পাবো চুক্তির মাধ্যমে। এরপর ওই চুক্তি রাখলে আমাদের সমস্যা নেই। ”